Home খবর দেশ মিউচুয়াল ফান্ড ও শেয়ারবাজারে বিনিয়োগকারীদের জন্য সুখবর! লভ্যাংশ আয়ের উপর টিডিএস সীমা...

মিউচুয়াল ফান্ড ও শেয়ারবাজারে বিনিয়োগকারীদের জন্য সুখবর! লভ্যাংশ আয়ের উপর টিডিএস সীমা বাড়ল

0

শেয়ারবাজার ও মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের জন্য বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। ২০২৫-২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে লভ্যাংশ আয়ের উপর টিডিএস (Tax Deducted at Source) সীমা ৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ১০,০০০ করা হয়েছে।

এই পদক্ষেপ বিনিয়োগকারীদের জন্য করের বোঝা কিছুটা কমাবে এবং বিনিয়োগ বাড়াতে উৎসাহিত করবে। অপটিমা মানি ম্যানেজার্স-এর এমডি ও সিইও পঙ্কজ মাথপাল বলেন, “শেয়ারবাজার ও মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ আয়ে নতুন টিডিএস সীমা ১০,০০০ করা হয়েছে। অর্থাৎ, কোনো শেয়ার বা মিউচুয়াল ফান্ড থেকে বার্ষিক লভ্যাংশ ১০,০০০ টাকা ছাড়ালেই ১০ শতাংশ হারে টিডিএস কাটবে।”

তবে, মাথপাল স্পষ্ট করেন যে, এই সীমা পৃথকভাবে প্রতিটি শেয়ার বা মিউচুয়াল ফান্ডের জন্য প্রযোজ্য, মোট বিনিয়োগের জন্য নয়।

টিডিএস হিসাবের একটি উদাহরণ:

একজন বিনিয়োগকারী যদি কোনও নির্দিষ্ট শেয়ার থেকে বছরে ৯,০০০ লভ্যাংশ পান, তাহলে নতুন নিয়ম অনুযায়ী টিডিএস কাটবে না। পুরনো নিয়মে কোম্পানি ১০ শতাংশ হারে ৯০০ টিডিএস কাটত এবং বিনিয়োগকারী ৮,১০০ পেতেন।

অন্যদিকে, যদি কোনও বিনিয়োগকারী কোনও কোম্পানি থেকে ১১,০০০ টাকা লভ্যাংশ পান, তাহলে নতুন নিয়মে ১০ শতাংশ হারে ১,১০০ টিডিএস কাটা হবে। ফলে বিনিয়োগকারী ৯,৯০০ টাকা হাতে পাবেন।

মধ্যবিত্তের জন্য কর ছাড়ের সুবিধা:

বাজেটে মধ্যবিত্তদের জন্য বড় কর ছাড়ের ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, নতুন কর ব্যবস্থায় আয়কর ছাড়ের সীমা ৭ লাখ থেকে বাড়িয়ে ১২ লাখ টাকা করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বাজেটে করমুক্ত আয়ের সীমা ১২ লাখ টাকা করা হয়েছে এবং নতুন কর কাঠামোকে আরও সুবিধাজনক করা হয়েছে। এটি মধ্যবিত্ত চাকরিজীবীদের হাতে নগদ অর্থের পরিমাণ বাড়িয়ে দেবে এবং সামগ্রিকভাবে অর্থনীতির চাহিদাকে উত্সাহিত করবে, বিশেষ করে সাশ্রয়ী মূল্যের আবাসন খাতে।”

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version