নয়াদিল্লি: বিরোধী জোট ‘ইন্ডিয়া’ মঙ্গলবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, দ্রাবিড় মুন্নেত্র কাঝগম, এবং রাষ্ট্রীয় জনতা দলের ৫০ জনের বেশি সাংসদের স্বাক্ষরিত এই প্রস্তাব রাজ্যসভা সচিবালয়ে জমা করা হয়েছে।
অভিযোগ: পক্ষপাতমূলক আচরণ
কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, “ইন্ডিয়া জোটভুক্ত সব দল অত্যন্ত দুঃখের সঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছে। পক্ষপাতমূলকভাবে রাজ্যসভার কার্যক্রম পরিচালনার অভিযোগেই এই পদক্ষেপ।”
তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ বলেন, “সংসদকে হত্যা করা হচ্ছে। গণতন্ত্র রক্ষার প্রয়াসে আমরা এই অনাস্থা প্রস্তাব এনেছি। জনগণের সমস্যা তুলে ধরার অধিকার আমাদের কেড়ে নেওয়া হচ্ছে।”
সংখ্যাগরিষ্ঠতা নেই, তবুও ‘নীতিগত পদক্ষেপ’
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও বিরোধীরা এই প্রস্তাব এনেছে শুধুমাত্র নীতিগত অবস্থান থেকে।
অনাস্থা প্রস্তাব পাশ করাতে রাজ্যসভার ভোটদানের ৫০ শতাংশের বেশি এবং পরে লোকসভায় একই সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। তবে বিরোধীদের এই সংখ্যা নেই বলে মনে করা হচ্ছে।
গণতন্ত্র রক্ষার বার্তা
বিরোধী শিবির এই পদক্ষেপকে গণতন্ত্র রক্ষার প্রতীকী প্রয়াস হিসেবে ব্যাখ্যা করেছে। সরকারের কার্যপদ্ধতির বিরোধিতা এবং গণতন্ত্র রক্ষার অঙ্গীকারের কারণেই এই প্রস্তাব আনা হয়েছে বলে বিরোধী নেতারা জানিয়েছেন।