Home খবর দেশ ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীর বুকে গুলি পুলিশকর্মীর, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীর বুকে গুলি পুলিশকর্মীর, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

0

ভুবনেশ্বর: পুলিশকর্মীর হাতে গুলিবিদ্ধ হলেন ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস। তাঁর বুকে গুলি লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ওড়িশার ঝাড়সুগুড়া জেলার ব্রজরাজনগরে গান্ধী চকের কাছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, গুলি চালিয়েছেন এক অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টর। চার থেকে পাঁচটি গুলি লেগেছে মন্ত্রী নবকিশোর দাসের বুকে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, ওড়িশার শাসক দল বিজিডির একটি নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধনে গিয়েছিলেন রাজ্য়ের স্বাস্থ্যমন্ত্রী। দুপুর সাড়ে ১২টা নাগাদ ঝাড়সুগুদা জেলার বজরঙ্গ নগরে ওই দলীয় কার্যালয়ের সামনে পৌঁছন তিনি। গাড়ি থেকে নেমে দলীয় কার্যালয়ের দিকে এগোতেই হঠাৎ তাঁর উপরে হামলা চলে।

মন্ত্রীকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁকে দ্রুত ঝাড়সুগুদা বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হচ্ছে। মন্ত্রীর অবস্থা সঙ্কটজনক বলেই জানা গিয়েছে। আজই অস্ত্রোপচার করা হবে তাঁর।

এই ঘটনার পর রাজনৈতিক চাপানউতোর শুরু ওড়িশায়। প্রতিবাদে বিজেডি কর্মীরা ধর্নায় বসেন, এর পরই ঘটনাস্থলে উত্তেজনা বেড়ে যায়। একাংশের অভিযোগ, মন্ত্রীর ওপর এই হামলা পূর্ব পরিকল্পিত ছিল। কারণ মন্ত্রীকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। কী কারণে স্বাস্থ্যমন্ত্রীর উপর এই হামলা, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে ওড়িশা সরকার।

আরও পড়ুন: বিভেদ তৈরির চেষ্টা, বিবিসি-র বিতর্কিত তথ্যচিত্র নিয়ে সতর্কতা প্রধানমন্ত্রী মোদীর

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version