নয়াদিল্লি: হিজবুল্লার বিরুদ্ধে চালানো ইজরায়েলের ‘এক্সপ্লোসিভ পেজার’ হামলাকে ‘মাস্টারস্ট্রোক’ বলে আখ্যা দিলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। একটি অনুষ্ঠানে বক্তৃতা করার সময় তিনি ইজরায়েলের এই পদক্ষেপকে বহু বছরের প্রস্তুতির ফলাফল হিসেবে বর্ণনা করেন। পাশাপাশি বলেন, ভারতকেও সাপ্লাই চেনের বিষয়ে সতর্ক থাকতে হবে।
সেনাপ্রধান বলেন, “মনে রাখবেন যেদিন থেকে লড়াই শুরু হয়, সেদিন থেকে যুদ্ধ শুরু হয় না। বরং সেদিন থেকে শুরু হয় যেদিন আপনি পরিকল্পনা করতে শুরু করেন।”
জেনারেল দ্বিবেদী আরও বলেন, ইজরায়েল প্রথমে হামাসকে টার্গেট করে ধ্বংস করে এবং পরে হিজবুল্লার দিকে দৃষ্টি ফেরায়। ইজরায়েলের তৈরি শেল কোম্পানির মাধ্যমে হিজবুল্লার কাছে পাঠানো রিগড ডিভাইসগুলির ব্যবহার ছিল অসাধারণ কৌশল।
গত মাসে, লেবাননে হিজবুল্লার সদস্যদের কাছে থাকা পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের ফলে প্রায় ৪০ জন নিহত এবং ৩,০০০ জনেরও বেশি আহত হয়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, এই ডিভাইসগুলো তৈরি করার জন্য ইজরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ একটি শেল কোম্পানি তৈরি করেছিল। এটিকে বিশেষজ্ঞরা “সাপ্লাই চেন অ্যাটাক” বলে উল্লেখ করেন, যেখানে সরবরাহ ব্যবস্থায় ঢুকে পণ্যগুলিতে বিস্ফোরক বসানো হয়েছিল।
এই ঘটনার প্রেক্ষিতে সেনাপ্রধান দ্বিবেদী ভারতকেও সাপ্লাই চেনের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, “আমাদের অবশ্যই সাপ্লাই চেন বিঘ্নিত হওয়া বা আক্রমণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। প্রযুক্তিগত ও ম্যানুয়াল পর্যায়ে বিভিন্ন স্তরের পরীক্ষা-নিরীক্ষা থাকা উচিত যাতে এমন ঘটনা আমাদের ক্ষেত্রে না ঘটে।”
এই মন্তব্যের মাধ্যমে ভারতীয় সেনাপ্রধান যুদ্ধের আধুনিক কৌশল এবং সাপ্লাই চেনের ওপর নজরদারির গুরুত্ব তুলে ধরেছেন। তাঁর মতে, ইজরায়েলের এই পদক্ষেপ দেখে ভারতেরও সতর্ক থাকা উচিত, বিশেষত প্রযুক্তি আমদানির ক্ষেত্রে।