Home খবর দেশ ‘দেশের জন্য একটি দৃষ্টান্ত গড়েছেন মনমোহন সিং…’, প্রধানমন্ত্রী মোদীর খোলাখুলি প্রশংসা রাজ্যসভায়

‘দেশের জন্য একটি দৃষ্টান্ত গড়েছেন মনমোহন সিং…’, প্রধানমন্ত্রী মোদীর খোলাখুলি প্রশংসা রাজ্যসভায়

0
নরেন্দ্র মোদী ও মনমোহন সিং। প্রতীকী ছবি

নয়াদিল্লি: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যসভায় অনেক সাংসদের মেয়াদ শেষ হচ্ছে, তাঁদের জন্যই বিদায়ী বক্তৃতা করছিলেন মোদী। এ প্রসঙ্গেই তিনি বলেন, সমস্ত সাংসদদের অনুপ্রাণিত করতেন মনমোহন সিং।

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সাংসদের পদের মেয়াদও শেষ হতে চলেছে। তাঁর ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “মনমোহনজির সঙ্গে আমার আদর্শগত মতপার্থক্য থাকতে পারে, তবে তিনি সর্বদা দেশের জন্য গাইড হিসাবে কাজ করেছেন। যখনই দেশে গণতন্ত্রের কথা হবে, মনমোহনজির নাম অবশ্যই আলোচনায় উঠে আসবে।”

মোদী আরও বলেন, “মনমোহন সিং একজন নেতা এবং বিরোধী দলের নেতা হিসাবে তাঁর মূল্যবান চিন্তাভাবনা দিয়ে ছ’বার সংসদে বিশাল অবদান রেখেছেন। আমি সেই মুহূর্তের কথা ভুলতে পারি না যখন প্রাক্তন প্রধানমন্ত্রী ভোট দিতে হুইলচেয়ারে বসে সংসদে এসেছিলেন এবং গণতন্ত্রের জন্য একটি উদাহরণ স্থাপন করেছিলেন।”

একইসঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেন,”মনমোহনজি জানতেন যে তাঁর দল জিতবে না, কিন্তু তবুও তিনি নির্বাচনে অংশ নিতে হুইলচেয়ারে করে ভোট দিতে এসেছিলেন।”

তবে, আগেরই মতোই কংগ্রেসকে খোঁচা দিতে ছাড়েননি প্রধানমন্ত্রী মোদী। কেন্দ্রীয় সরকারের শ্বেতপত্রের পাল্টা কৃষ্ণপত্র পেশ করেছে কংগ্রেস। কালো রঙের পোশাক পরে বিরোধীদের সংসদে আসার ঘটনাকে ‘ফ্যাশন শো’ বলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: ৪০ আসনের চ্যালেঞ্জ! মমতার মন্তব্যকে হাতিয়ার করেই কংগ্রেসকে বিঁধলেন মোদী

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version