Home খবর দেশ কেন ‘মোদী কা পরিবার’ লেখা থেকে বিরত থাকার আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

কেন ‘মোদী কা পরিবার’ লেখা থেকে বিরত থাকার আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

মোদী কা পরিবার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং বিজেপির নেতা-কর্মী-সমর্থকদের সমাজমাধ্যমে ‘মোদি কা পরিবার’ লেখা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার এক্স হ্যান্ডলে এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি, মোদী তার ফেসবুক প্রোফাইল পিকচার ও কভার ফোটোও বদলে ফেলেছেন।

প্রধানমন্ত্রী মোদী তার বার্তায় লিখেছেন, “নির্বাচনী প্রচারপর্বে সারা ভারত জুড়ে মানুষ আমার প্রতি স্নেহের চিহ্ন হিসাবে সমাজমাধ্যমে নিজেদের ‘মোদি কা পরিবার’ হিসাবে চিহ্নিত করেছে। আমি এর থেকে অনেক শক্তি পেয়েছি। ভারতের জনগণ পর পর তৃতীয় বারের মতো এনডিএ-কে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে এবং নতুন নজির তৈরি করে আমাদের দেশের উন্নতির জন্য কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।”

তিনি আরও লিখেছেন, “আমাদের সকলের এক পরিবার হওয়ার বার্তা কার্যকর হয়েছে। আমি আবারও ভারতের জনগণকে ধন্যবাদ জানাই এবং অনুরোধ করব যে আপনারা এখন আপনার সমাজমাধ্যম থেকে ‘মোদি কা পরিবার’ মুছে ফেলতে পারেন। তবে পরিচিতির পরিবর্তন হলেও ভারতের অগ্রগতির জন্য সক্রিয় অভিন্ন পরিবার হিসাবে আমাদের বন্ধন দৃঢ় এবং অটুট থাকবে।”

তবে সমাজমাধ্যমে এই বার্তা প্রসঙ্গে রাজনৈতিক মহল মনে করছে, একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে উঠে আসতে পারেনি বিজেপি। শরিক সঙ্গী করেই তাঁকে এবার সরকার গড়তে হয়েছে। এই পরিস্থিতিতে কর্মী-সমর্থকরা যদি ‘মোদি কা পরিবার’ শব্দ ব্যবহার করেন, তবে তাতে শরিক দল ক্ষুন্ন হতে পারে। তাই তিনি ‘মোদি কা পরিবার’  লেখা থেকে বিরত থাকতে বলেছেন। 

আরও পড়ুন

মানিকতলা উপনির্বাচন: সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে প্রার্থী বাছলেন মমতা

‘পরীক্ষার পবিত্রতা প্রভাবিত…উত্তর চাই’, নিট মামলায় কেন্দ্র ও এনটিএ-কে নোটিশ সুপ্রিম কোর্টের

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version