Home খবর দেশ গর্ভবতী মহিলাদের ৫ হাজার টাকা দেয় কেন্দ্র, জানুন কী এই প্রধানমন্ত্রী মাতৃ...

গর্ভবতী মহিলাদের ৫ হাজার টাকা দেয় কেন্দ্র, জানুন কী এই প্রধানমন্ত্রী মাতৃ বন্দন যোজনা

সাধারণ মানুষের জন্য চালু রয়েছে বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প। সমাজের বিভিন্ন স্তরের মানুষের চাহিদার কথা মাথায় রেখে সরকারি পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। তবে সেগুলির সঠিক প্রচার না হওয়ার জন্য অনেকেই প্রকল্পগুলির সুবিধা সম্পর্কে জানেন না। বিশেষ করে নারীর ক্ষমতায়ন নিয়ে রয়েছে বিশেষ কয়েকটি সরকারি উদ্যোগ।

নারী ক্ষমতানের কথা মাথায় রেখে সরকার মহিলাদের জন্য অনেক প্রকল্প চালায়। এই প্রকল্পগুলির মধ্যে একটি হল প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দন যোজনা (pradhan mantri matru vandan yojana)। এই প্রকল্পের অধীনে সরকার মহিলাদের সরাসরি আর্থিক সুবিধা দেয় এবং তাদের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা পাঠায়। আসুন জেনে নেওয়া যাক কীভাবে এই স্কিমের সুবিধাগুলি পাওয়া যেতে পারে৷

কী এই প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দন যোজনা?

কেন্দ্রীয় সরকার পরিচালিত প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনার অধীনে, গর্ভবতী মহিলাদের ৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। ২০১৭ সালে, এই প্রকল্পটি সরকার বিশেষ করে অর্থনৈতিক ভাবে দুর্বল মহিলাদের জন্য শুরু করেছিল। এই অর্থ সরকার তিন কিস্তিতে দেয়।

এই প্রকল্পের অধীনে গর্ভবতী মহিলাদের প্রথম কিস্তিতে হাজার টাকা দেওয়া হয়। যখন কেউ এই স্কিমের অধীনে নিবন্ধিত হন। এর পর রয়েছে ২ হাজার টাকার দ্বিতীয় কিস্তি, যা গর্ভাবস্থার ৬ মাস পরে মহিলাদের অ্যাকাউন্টে পাঠানো হয়। তৃতীয় বাআ শেষ কিস্তি পাওয়া যায় সন্তানে জন্ম দেওয়ার পরে। এই কিস্তিতে অবশিষ্ট ২ হাজার টাকা দেওয়া হয়।

কী ভাবে প্রকল্পের সুবিধা পাওয়া যায়

এই প্রকল্পের সুবিধাগুলি পেতে, মহিলাদের বয়স ১৯ বছরের বেশি হতে হবে। স্কিমের সুবিধা পেতে, প্রথমে আবেদনকারীকে অফিসিয়াল ওয়েবসাইট https://pmmvy.wcd.gov.in/-এ যেতে হবে। এর পর সেখানে সিটিজেন লগ-ইন অপশনে ক্লিক করতে হবে। এর পরে, মোবাইল নম্বর প্রবেশ করে প্রমাণীকরণ যাচাই করতে হবে। এর পরে ডেটা এন্ট্রিতে ক্লিক করতে হবে এবং বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে।

এর পরে, আপনি কততম সন্তানের জন্য স্কিমে আবেদন করছেন, সে সম্পর্কে তথ্য লিখতে হবে (প্রথম বা দ্বিতীয়)। তারপরে আপনাকে আধার কার্ড নম্বর, জন্ম তারিখ, বয়স এবং বিভাগ নির্বাচন করতে হবে। এর পরে, মোবাইল নম্বর-সহ ঠিকানার প্রমাণ এবং একটি পরিচয়পত্র প্রমাণ জমা দিতে হবে। সমস্ত তথ্য দেওয়ার পরে, ফর্ম জমা করতে হবে।

আরও পড়ুন: তৃতীয় সন্তানের জন্য মাতৃত্বের ছুটিতে মানা সংস্থার, অসন্তুষ্ট আদালত পর্যবেক্ষণে যা বলল

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version