Home খবর দেশ ‘দেশ সেই বীর নায়কদের স্মরণ করে’, পুলওয়ামা হামলায় শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন...

‘দেশ সেই বীর নায়কদের স্মরণ করে’, পুলওয়ামা হামলায় শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রী মোদীর

0

২০১৯ সালের আজকের দিনে (১৪ ফেব্রুয়ারি) জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় (Pulwama terror attack) শহিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

শহিদদের স্মরণ করছে দেশ

Pulwama attack
[এখানেই চলেছিল জঙ্গি হামলা]

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলার বার্ষিকী আজ। সন্ত্রাসবাদী হামলায় শহিদ সেনাদের স্মরণ করছে গোটা দেশ। পুলওয়ামা হামলায় দেশের ৪০ জনেরও বেশি জওয়ান শহিদ হয়েছিলেন। এ দিন পুলওয়ামা হামলার বার্ষিকীতে প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ আরও অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব ও সেলিব্রিটিরা শ্রদ্ধা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লেখেন, “পুলওয়ামায় আমরা যে বীরদের হারিয়েছি তাঁদের স্মরণ করছি। আমরা তাঁদের সর্বোচ্চ আত্মত্যাগকে কখনোই ভুলব না। তাঁদের সাহস আমাদের একটি শক্তিশালী এবং উন্নত ভারত গড়তে অনুপ্রাণিত করে।”

জবাব দিয়েছিল ভারত

[দাবি করা হয়েছিল, বালাকোটের এখানেই হয়েছিল এয়ার স্ট্রাইক]

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে পুলওয়ামায় প্রায় ২৫০০ জওয়ানের কনভয়ে আত্মঘাতী হামলা চালায় জইশ-ই-মহম্মদ। নিহত হন ৪০ জন জওয়ান। এর জেরে ভারত আর পাকিস্তানের মধ্যে তীব্র চাপানউতোর শুরু হয়। তৈরি হয় যুদ্ধ পরিস্থিতিও।

পুলওয়ামায় হামলার নিন্দা করেছিল বিশ্বের অনেক দেশই। দেশবাসীর হৃদয়ে এখনও রয়ে গিয়েছে দগদগে ঘা। তবে এত বড়ো হামলার পর চুপচাপ বসে থাকেনি ভারত। প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, “জঙ্গি এবং তাদের মদতদাতাদের বলতে চাই, তারা বড়ো ভুল করে ফেলেছে। এর সমুচিত জবাব আমরা দেব। সবাইকে এই আশ্বাস দিতে চাই যে, এই হামলার পিছনে যারা দায়ী, তাদের উপযুক্ত শাস্তি হবেই।” পাল্টা আক্রমণ চালিয়ে এই হামলার যোগ্য জবাব দিয়েছিল দেশ। বালাকোটের জবা টপে বিমান হামলা চালিয়ে জইশ-এর জঙ্গি প্রশিক্ষণ শিবির ধ্বংস করে ছিল ভারত।

আরও পড়ুন: ঠাণ্ডা আমেজ ফিরল কলকাতায়, এ বার শীতের বিদায় পাকা

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version