Home খবর দেশ রেল স্টেশনে দাঁড়িয়ে রিল্‌স বানানো ভিডিয়ো তোলা নিষিদ্ধ,  ইউটিউবার এবং ভ্লগারদের সতর্কবার্তা

রেল স্টেশনে দাঁড়িয়ে রিল্‌স বানানো ভিডিয়ো তোলা নিষিদ্ধ,  ইউটিউবার এবং ভ্লগারদের সতর্কবার্তা

train at station

রেল স্টেশনে দাঁড়িয়ে রিল্‌স বানানো বা ভিডিয়ো তুলে ইউটিউব চ্যানেল ভরানোর অভ্যাস বহু ইউটিউবার ও ভ্লগারের রয়েছে। কিন্তু অনেকেই জানেন না, এটি যে দণ্ডনীয় অপরাধ, তা ফের এক বার স্পষ্ট করে দিল পূর্ব রেল। সম্প্রতি ইউটিউবার জ্যোতি মলহোত্রার বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগ ওঠার পর স্টেশন চত্বরে নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে রেল সূত্রে খবর।

হরিয়ানার বাসিন্দা ইউটিউবার জ্যোতি মলহোত্রাকে পাকিস্তানের হয়ে চরবৃত্তি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাঁর ইউটিউব চ্যানেল ছিল যথেষ্ট জনপ্রিয়। দেশ-বিদেশের বিভিন্ন জায়গার ভিডিয়ো তুলে সেই চ্যানেলে পোস্ট করতেন তিনি। তদন্তে উঠে এসেছে, জ্যোতি পশ্চিমবঙ্গেও এসেছিলেন। কলকাতা ও শহরতলির একাধিক জায়গায় ঘুরে ছবি ও ভিডিয়ো তোলেন। এমনকি হাওড়া এবং শিয়ালদহ স্টেশনও তাঁর ক্যামেরাবন্দি হয়েছে, এমনটাই জানিয়েছে তদন্তকারী সংস্থা।

এই ঘটনার পর স্টেশনগুলিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তবে রেল আধিকারিকদের মতে, নজরদারি আগেও চলত। কিন্তু এমন স্পর্শকাতর ঘটনাকে কেন্দ্র করে তা এখন অনেক বেশি কঠোরভাবে কার্যকর হচ্ছে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (ভারপ্রাপ্ত) দীপ্তিময় দত্ত বলেন, “রেলস্টেশন বা স্টেশন চত্বরে সাধারণ নাগরিক, ইউটিউবার বা ভ্লগারদের ছবি বা ভিডিয়ো তোলা নিষিদ্ধ। বিশেষ করে যদি তা বাণিজ্যিক উদ্দেশ্যে করা হয়, তা হলে আইন লঙ্ঘনের আওতায় পড়ে। সংবাদমাধ্যমের জন্য অবশ্য আলাদা অনুমতির নিয়ম রয়েছে।”

উল্লেখ্য, জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই এই নিষেধাজ্ঞাগুলি জারি রাখা হয়েছে। বিভিন্ন বড় স্টেশনে সিসিটিভি নজরদারি ও নিরাপত্তা বাহিনীর তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে।

এ বিষয়ে রেল সূত্রে জানানো হয়েছে, ইউটিউবার বা কনটেন্ট ক্রিয়েটররা যদি ভিডিও তুলতে চান, তবে তাদের যথাযথ অনুমতির প্রয়োজন হবে। নয়তো আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version