ভারতের টেলিকম বাজার শাসন করছে তিন বেসরকারি সংস্থা। বর্তমানে মোট ১১৯ কোটি মোবাইল গ্রাহকের মধ্যে প্রায় ১০০ কোটি লোককে ধরে রেখেছে রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া। তবে এই তিন সংস্থা মোবাইলের ট্যারিফ বৃদ্ধি করতেই না কি সরকারি টেলিকম সংস্থা বিএসএনএলে পোর্ট করানোর প্রবণতা বাড়ছে!
সম্প্রতি তিনটি টেলিকম সংস্থা নিজেদের প্রিপেড এবং পোস্টপেড প্ল্যানের দাম বাড়িয়েছে। যা ৪ জুলাই, ২০২৪ থেকে কার্যকর হয়েছে। যা নিয়ে গ্রাহক মহলে ক্ষোভের শেষ নেই। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন অনেকে। বয়কট হ্যাশট্যাগ দিয়েও অনলাইন প্রতিবাদ চলছে।
সেই প্রতিবাদের সূত্র ধরে অসন্তুষ্ট গ্রাহকদের একটা অংশ নিজেদের মোবাইল নম্বর পোর্ট করানোর কথাও বলছেন। তাঁদের মতে, রাষ্ট্রীয় মালিকানাধীন ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএলে (BSNL)-এ পোর্ট করে নেওয়া ভালো। কারণ, বিএসএনএল সিদ্ধান্ত নিয়েছে তারা আপাতত ট্যারিফ বৃদ্ধির পথে হাঁটবে না। যা তিন বেসরকারি সংস্থার থেকে অনেক কম। কেউ কেউ আবার এই সুযোগে ধুঁকতে থাকা রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রাণসঞ্চাররের তত্ত্ব কথাও শোনাচ্ছেন।
এ ব্যাপারে এক বিক্রেতা জানালেন, এটা সত্যি, শেষ কদিন বিএসএনএল সিমের চাহিদা বেড়েছে। কিন্তু পরিষেবার মানের দিক থেকে দেখলে এই স্রোত কতদিন বজায় থাকে সেটাও দেখার। ফাইভ-জি বাদ দিন, ফোর-জি পরিষেবা এখনও ঠিকঠাক ভাবে চালু করতে পারেনি বিএসএনএল।
এমনকী সরকারি সংস্থার একটি কর্মচারী ইউনিয়নের মতেও, সামগ্রিক ভাবে ফোর-জি এবং ফাইভ-জি পরিষেবা না থাকার কারণেই লড়াইয়ে পিছিয়ে পড়ছে বিএসএনএল।
কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে লেখা একটি চিঠিতে বিএসএনএলইইউ – র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জানিয়েছেন, “আগে, বিএসএনএল-এর দাপটে বেসরকারি টেলিকম সংস্থাগুলিকে শুল্ক বাড়াতে গিয়ে দুবার ভাবতে হতো। তবে চাহিদা অনুযায়ী বিএসএনএল আজ অবধি নিজের ফোর-জি এবং ফাইভ-জি পরিষেবাগুলি পর্যাপ্ত ভাবে চালু করতে পারেনি। যে কারণে তারা বেসরকারি সংস্থাগুলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে অথবা নির্বিচারে শুল্ক বৃদ্ধি রোধ করতে অক্ষম”।
আপনার কি বিএসএনএলে পোর্ট করা উচিত?
আপনি যদি রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া-র বদলে একটি সাশ্রয়ী মূল্যের বিকল্পের খোঁজ করেন, তাহলে আপনি বিএসএনএল বেছে নিতে পারেন। যাইহোক, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে বিএসএনএলের কভারেজ ফোর-জি নেটওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ এবং এটি অন্যান্য টেলকোর মত ফাইভ-জি পরিষেবা অফার করে না। সুতরাং আপনি যদি শক্তিশালী নেটওয়ার্ক কভারেজের খোঁজ করেন, সেক্ষেত্রে বিএসএনএল সঠিক পছন্দ না-ও হতে পারে।
আরও পড়ুন: মোবাইলের ট্যারিফ বৃদ্ধিতে মদত আছে সরকারের? স্পষ্ট করল কেন্দ্র