Home খবর দেশ গরু পাচারকারী সন্দেহে হরিয়ানায় এক ছাত্রকে তাড়া করে খুন, গ্রেফতার ৫ গোরক্ষক

গরু পাচারকারী সন্দেহে হরিয়ানায় এক ছাত্রকে তাড়া করে খুন, গ্রেফতার ৫ গোরক্ষক

গাড়ির পিছনে ৩০ কিলোমিটার তাড়া করে।

হরিয়ানার ফারিদাবাদে এক ক্লাস টুয়েলভের ছাত্রকে গরু পাচারকারী মনে করে তাড়া করে হত্যা করার অভিযোগ উঠেছে গোরক্ষকদের বিরুদ্ধে। নিহত ছাত্রের নাম আর্যন মিশ্র, যিনি তাঁর বন্ধু শ্যাঙ্কি ও হর্ষিতের সঙ্গে গাড়িতে ছিলেন। ঘটনার পর পাঁচজন গোরক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের নাম অনিল কৌশিক, বরুণ, কৃষ্ণ, আদেশ ও সৌরভ।

ঘটনাটি ঘটেছে ২৩শে অগাস্ট। গোরক্ষকরা খবর পায়, কিছু গরু পাচারকারী রেনল্ট ডাস্টার ও টয়োটা ফর্চুনার গাড়িতে করে শহরে ঘোরাঘুরি করছে এবং গরু পাচার করছে। এই খবর পাওয়ার পর অভিযুক্তরা ফারিদাবাদের পাতেল চকে একটি ডাস্টার গাড়ি দেখতে পান। গাড়ির চালক হর্ষিতকে থামতে বললেও গাড়িটি না থামায় গাড়ির পিছনে ৩০ কিলোমিটার তাড়া করে।

আর্যন ও তাঁর বন্ধুরা গাড়িটি থামাননি, কারণ শ্যাঙ্কির সাথে অন্য কিছু লোকের শত্রুতা ছিল এবং তারা ভেবেছিল এই লোকগুলো তাদের হত্যা করতে এসেছে। ফলে তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

তাড়ার সময় গোরক্ষকরা গাড়ির দিকে গুলি ছোড়ে, এবং একটি গুলি আর্যনের ঘাড়ে লাগে। পরে যখন গাড়িটি থামে, তখন অভিযুক্তরা ভেবেছিল যে, গাড়ির লোকেরা তাদের উপর পাল্টা আক্রমণ করতে পারে এবং আবারও গুলি চালায়।

তবে গাড়ির ভিতরে দুজন মহিলাকে দেখে অভিযুক্তরা বুঝতে পারে যে, তারা ভুল লোককে গুলি করেছে এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আর্যনকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে পরের দিন তিনি মারা যান।

সূত্রের খবর, ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি অবৈধ ছিল। বর্তমানে অভিযুক্তরা পুলিশি হেফাজতে রয়েছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে। এই নির্মম হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং আইনশৃঙ্খলার অবনতির প্রসঙ্গ আবারও সামনে এসেছে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই হরিয়ানায় রাজ্যের এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version