Home খবর দেশ জম্মু ও কাশ্মীরে মর্মান্তিক বাস দুর্ঘটনা, ২১ জনের মৃত্যু, আহত ৪০

জম্মু ও কাশ্মীরে মর্মান্তিক বাস দুর্ঘটনা, ২১ জনের মৃত্যু, আহত ৪০

জম্মু ও কাশ্মীরের আখনুর শহরে একটি যাত্রীবোঝাই বাস খাদে পড়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনায় অন্তত ২১ জন প্রাণ হারিয়েছেন এবং ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের জম্মুর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাসটি উত্তরপ্রদেশের হাথরস থেকে কাশ্মীরে যাচ্ছিল। রিয়াসি জেলার শিব খোরির দিকে যাওয়ার পথে জম্মু-পুঞ্চ জাতীয় সড়কের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। জম্মু ও কাশ্মীরের পরিবহণ কমিশনার রাজেন্দ্র সিংহ তারা জানিয়েছেন, জাতীয় সড়কের একটি সাধারণ বাঁকে এসে চালক নিয়ন্ত্রণ হারান। তার মতে, “এটি খুবই সাধারণ একটি বাঁক ছিল, এতে চালকের কোনও অসুবিধা হওয়ার কথা নয়। হতে পারে, চালক ঘুমিয়ে পড়েছিলেন।”

আহতদের প্রাথমিকভাবে আখনুরের হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং যাঁদের অবস্থা আশঙ্কাজনক তাঁদের জম্মুর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশ উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লিখেছেন, “আখনুরে বাস দুর্ঘটনায় যে প্রাণহানি ঘটেছে, তাতে আমি শোকস্তব্ধ। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করছি। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।” এছাড়াও, প্রধানমন্ত্রীর তরফে ঘোষণা করা হয়েছে যে মৃতদের পরিজনদের দু’লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও শোক প্রকাশ করেছেন এই দুর্ঘটনায়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version