Home খবর দেশ অম্বেডকর-মন্তব্যে বিতর্ক, অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনলেন ডেরেক ও’ব্রায়েন

অম্বেডকর-মন্তব্যে বিতর্ক, অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনলেন ডেরেক ও’ব্রায়েন

0

নয়াদিল্লি: রাজ্যসভায় শীতকালীন সংসদ অধিবেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য নিয়ে বিতর্কের জেরে তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনলেন।

ডেরেক ও’ব্রায়েন অভিযোগ করেছেন যে, অমিত শাহের মন্তব্য সংবিধানের রূপকার ড. বিআর অম্বেডকরের উত্তরাধিকারকে ক্ষুণ্ণ করেছে এবং সংসদের মর্যাদাকে আঘাত করেছে। এই মন্তব্যকে সংসদের শিষ্টাচার লঙ্ঘন হিসেবে চিহ্নিত করে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।

মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান নিয়ে বিতর্ক চলাকালীন অমিত শাহের বক্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখান বিরোধী সাংসদরা। কংগ্রেস এবং তৃণমূল-সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা সংসদ ভবনের ভিতরে এবং বাইরে বিক্ষোভ দেখান।

বিরোধীরা দাবি করেছেন, এই বক্তব্য শুধু ড. অম্বেদডরের ভাবমূর্তিকে আঘাত করেনি, পাশাপাশি তা গণতান্ত্রিক মূল্যবোধের বিরুদ্ধাচরণ। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ এবং তাঁর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন কংগ্রেস নেতারা।

সংসদ ভবনের অভ্যন্তরে ‘জয় ভীম’ এবং ‘অমিত শাহ মাফি মাঙ্গো’ স্লোগান তুলে প্রতিবাদ জানিয়েছেন বিরোধীরা। ড. অম্বেডকরের ছবি নিয়ে রাজ্যসভার ভিতরে এবং বিভিন্ন রাজ্যের রাজভবনের বাইরে বিক্ষোভ দেখান কংগ্রেসের নেতারা।

ডেরেক ও’ব্রায়েনের আনা স্বাধিকারভঙ্গের প্রস্তাব নিয়ে এখন রাজ্যসভার চেয়ারম্যান কী পদক্ষেপ নেন, তা নিয়ে নজর রয়েছে রাজনৈতিক মহলে। বিরোধীরা এই বিষয়টিকে গণতন্ত্র এবং সংবিধানের মর্যাদার প্রশ্ন হিসেবে তুলে ধরতে চায়।

প্রসঙ্গত, মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান-বিতর্কে কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে শাহ বলেন, ‘‘এখন এক ফ্যাশন হয়েছে— অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর। এত বার যদি ভগবানের নাম নিত তবে সাত জন্ম স্বর্গবাস হত।’

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version