Home খবর দেশ বৃহস্পতিবার কখন অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী? কী ভাবে দেখবেন

বৃহস্পতিবার কখন অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী? কী ভাবে দেখবেন

0
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ফাইল ছবি

নয়াদিল্লি: বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি, ২০২৪) দেশের নতুন সংসদ ভবনে ২০২৪ সালের বাজেট পেশ করা হবে। বুধবার থেকে শুরু হতে যাচ্ছে সংসদের বাজেট অধিবেশন। অন্তর্বর্তীকালীন বাজেটের প্রস্তুতিও শেষ করেছে কেন্দ্র।

প্রতি বারের মতো এ বারও বাজেটের আগে হালুয়া অনুষ্ঠানও শেষ হয়েছে সম্প্রতি। এই বাজেট দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট। স্বাভাবিক ভাবেই সেদিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ। এরপর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে।

সম্ভবত এই বছরের এপ্রিল-মে মাসে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে ১ ফেব্রুয়ারিতে পেশ করা বাজেটটি একটি অন্তর্বর্তী বাজেট বা ‘ভোট অন অ্যাকাউন্ট’। অন্তর্বর্তীকালীন বাজেটে নতুন সরকার গঠনের আগ পর্যন্ত রাজস্ব ও ব্যয়ের খতিয়ান পেশ করা হয়। যাতে দেশের অর্থনীতির সুষ্ঠু পরিচালনায় কোনো সমস্যা না হয় এবং সামগ্রিক অর্থনীতির ভারসাম্য বজায় থাকে।

বাজেট পেশ করার আগে সম্পূর্ণ অফিসিয়াল পদ্ধতি অনুসরণ করা হয়। এ ভাবে প্রথমে নিজের বাড়ি থেকে নর্থ ব্লকের উদ্দেশ্যে রওনা দেবেন অর্থমন্ত্রী। আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। মন্ত্রীসভার বৈঠকে বাজেট অনুমোদনের পর সকাল ১১টা থেকে সংসদে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শুরু হবে।

প্রতি বারের মতো এ বারও কেন্দ্রীয় বাজেটের লাইভ স্ট্রিমিং করা হবে, যাতে জনসাধারণ এই বাজেট লাইভ দেখতে পারেন। দূরদর্শন ছাড়াও সংসদ টিভিতেও সরাসরি সম্প্রচার করা হবে। এ ছাড়া এটি পিআইবি-র সোশ্যাল প্ল্যাটফর্ম এবং অর্থমন্ত্রকের ইউটিউব চ্যানেলে সরাসরি দেখানো হবে।

আরও পড়ুন: ছত্তীসগঢ়ের সুকমায় সিআরপিএফ ক্যাম্পে মাওবাদী হামলা! হত ৩, আহত ১৪

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version