Home খবর দেশ উপরাষ্ট্রপতি নির্বাচন শুরু করতে প্রস্তুত নির্বাচন কমিশন, সংখ্যার খেলায় এগিয়ে এনডিএ

উপরাষ্ট্রপতি নির্বাচন শুরু করতে প্রস্তুত নির্বাচন কমিশন, সংখ্যার খেলায় এগিয়ে এনডিএ

Vice President Election 2025
উপরাষ্ট্রপতি নির্বাচন শুরু করতে প্রস্তুত নির্বাচন কমিশন

উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড়ের ইস্তফার ২ দিনের মধ্যেই বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের (ECI)। বুধবার, ২৩ জুলাই কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটপ্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে গঠিত হতে শুরু করেছে নির্বাচকমণ্ডলী।

ভারতের সংবিধানের ধারা ৬৬(১) অনুসারে, উপরাষ্ট্রপতি নির্বাচন হয় লোকসভা ও রাজ্যসভার সদস্যদের ভোটের মাধ্যমে। ভোট হয় একক স্থানান্তরযোগ্য ভোটপদ্ধতিতে, অর্থাৎ গোপন ব্যালটের মাধ্যমে সাংসদদের পছন্দক্রম অনুযায়ী ভোটদান।

নির্বাচনের অঙ্ক কী বলছে?
বর্তমানে লোকসভায় ৫৪৩টি আসনের মধ্যে একটি আসন (পশ্চিমবঙ্গের বসিরহাট) শূন্য। রাজ্যসভায় ২৪৫টি আসনের মধ্যে ৫টি শূন্য— এর মধ্যে ৪টি জম্মু-কাশ্মীর এবং ১টি পাঞ্জাবের।

ফলে কার্যত ভোটদানে যোগ্য সাংসদ সংখ্যা দাঁড়াচ্ছে ৭৮২। নির্বাচিত ও মনোনীত— উভয় কক্ষের সদস্যরাই ভোট দিতে পারেন। সংখ্যার নিরিখে জিততে প্রয়োজন কমপক্ষে ৩৯২টি ভোট।

কে এগিয়ে? এনডিএ না বিরোধী শিবির?
লোকসভায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সাংসদ সংখ্যা ২৯৩। রাজ্যসভায় এনডিএ-র সমর্থনে রয়েছেন ১২৯ জন সাংসদ। সব মিলিয়ে এনডিএ-র ঝুলিতে আছে ৪২২টি ভোট — যা প্রয়োজনীয় সংখ্যার চেয়ে অনেকটাই বেশি।

অন্যদিকে, কংগ্রেসের রয়েছে লোকসভায় ৯৯ এবং রাজ্যসভায় ২৭ জন সাংসদ। বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ব্লকের সমর্থনে এই সংখ্যা ৩৫০-র বেশি হলেও, সম্প্রতি আম আদমি পার্টি (AAP) সেই জোট থেকে বেরিয়ে যাওয়ায় কিছুটা ধাক্কা খেয়েছে বিরোধীরা। উপরন্তু, কয়েকজন সাংসদের দলত্যাগ বা অনুপস্থিতির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতার নিরিখে পরিষ্কারভাবে এগিয়ে রয়েছে এনডিএ। যদিও শেষ মুহূর্তে কে ভোট দেন, কে দেন না, বা কারা পক্ষ বদলান — তার উপরই নির্ভর করছে নির্বাচনের চূড়ান্ত ফল।

আরও পড়ুন: ভোটের আগে বড় সিদ্ধান্ত! মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে ‘স্বাধীন’ ঘোষণা করতে রাজ্যকে চিঠি নির্বাচন কমিশনের

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version