Home খবর রাজ্য ১৩ নভেম্বর রাজ্যের ছ’টি বিধানসভায় উপনির্বাচন, ১২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা...

১৩ নভেম্বর রাজ্যের ছ’টি বিধানসভায় উপনির্বাচন, ১২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা নির্বাচন কমিশনের

আগামী ১৩ নভেম্বর রাজ্যের ছ’টি বিধানসভা আসনে উপনির্বাচন হতে চলেছে। নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই এবং মাদারিহাটের ভোটগ্রহণ হবে ওই দিনেই। নির্বাচন কমিশন সূত্রে খবর, এই উপনির্বাচনের জন্য প্রাথমিক ভাবে প্রতিটি বিধানসভা কেন্দ্রে গড়ে ২০ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। মোট ১২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। প্রয়োজন অনুযায়ী বাহিনীর সংখ্যা বাড়ানো বা কমানো হতে পারে বলে জানা গিয়েছে। প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পাশাপাশি ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থাও থাকবে।

ছ’টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য মোট ১৫৮৩টি ভোটগ্রহণ কেন্দ্র স্থাপন করা হবে। সবথেকে বেশি ভোটগ্রহণ কেন্দ্র থাকবে মেদিনীপুরে, যেখানে ৩০৪টি বুথ স্থাপন করা হচ্ছে। সিতাইয়ে ৩০০টি, মাদারিহাটে ২২৬টি, নৈহাটিতে ২১০টি, হাড়োয়ায় ২৭৯টি এবং তালডাংরায় ২৬৪টি ভোটগ্রহণ কেন্দ্র থাকবে।

নৈহাটির প্রাক্তন বিধায়ক পার্থ ভৌমিক বর্তমানে সাংসদ হওয়ায় বিধায়ক পদ ফাঁকা রয়েছে। হাড়োয়ার প্রাক্তন বিধায়ক হাজি নুরুলের প্রয়াণের পর সেই আসন খালি রয়েছে। সিতাইয়ের প্রাক্তন বিধায়ক জগদীশ বসুনিয়া বর্তমানে কোচবিহারের সাংসদ। তালডাংরার প্রাক্তন বিধায়ক অরূপ চক্রবর্তী বাঁকুড়ার সাংসদ হওয়ায় সেই আসন ফাঁকা। মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক জুন মালিয়া সাংসদ হওয়ার পর সেখানেও উপনির্বাচন হচ্ছে। মাদারিহাটের প্রাক্তন বিধায়ক মনোজ টিগ্গা বর্তমানে আলিপুরদুয়ারের সাংসদ।

এই ছ’টি বিধানসভা আসনের মধ্যে পাঁচটি ছিল তৃণমূল কংগ্রেসের দখলে, আর একমাত্র মাদারিহাট ছিল বিজেপির। এই উপনির্বাচনের ফলাফলে কোন দল কতগুলি আসন ধরে রাখতে পারে, তা নিয়ে রাজনীতিতে কৌতুহল রয়েছে। বাংলায় অতীতের বিভিন্ন নির্বাচনে অশান্তির ঘটনা সামনে এসেছে। তবে ২০২৪ সালের লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। গত লোকসভা ভোটেও বাহিনী মোতায়েনের ফলে বড়সড় অশান্তি এড়ানো সম্ভব হয়েছিল।

এই উপনির্বাচনেও কমিশন সমস্ত বুথে প্রয়োজনমতো কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ব্যবস্থা করছে, যাতে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

১৩ নভেম্বর বাংলার ছ’টি বিধানসভা আসনে উপনির্বাচন, একই দিনে ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রে ভোট

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version