আরজি কর হাসপাতালের আর্থিক অনিয়মের অভিযোগে রবিবার সকাল থেকে একাধিক কর্তার বাড়িতে হানা দিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দল কেষ্টপুর, হাওড়া এবং এন্টালির বিভিন্ন স্থানে গিয়ে তদন্ত চালাচ্ছে। সিবিআইয়ের একাধিক দল আরজি কর হাসপাতালের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের বাড়িতে উপস্থিত হয়।
তদন্তের আওতায় থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন ফরেন্সিক মেডিসিন বিভাগের কর্তা দেবাশিস সোম, প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ, এবং হাসপাতালের চিকিৎসা সামগ্রী সরবরাহকারী বিপ্লব সিংহ। রবিবার সকালে কেষ্টপুরে দেবাশিস সোমের বাড়িতে, এন্টালিতে সঞ্জয় বশিষ্ঠের বাড়িতে এবং হাওড়ায় বিপ্লব সিংহের বাড়িতে সিবিআই দল জিজ্ঞাসাবাদ শুরু করে।
এছাড়াও, বেলগাছিয়ার জেকে ঘোষ রোডে এক ক্যাফে মালিকের বাড়িতে এবং বেলেঘাটায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতেও হানা দিয়েছে সিবিআই। কেন্দ্রীয় সংস্থা আরজি কর হাসপাতালের আর্থিক অনিয়ম নিয়ে তদন্ত করছে, যা আদালতের নির্দেশে শুরু হয়েছে।
শনিবারই আরজি কর হাসপাতালের এই দুর্নীতির মামলায় প্রথম এফআইআর দায়ের করা হয়। এরপর থেকেই সিবিআইয়ের তৎপরতা বেড়েছে। রবিবার সকালে সিজিও কমপ্লেক্স থেকে সিবিআইয়ের একাধিক দল তদন্তে বেরিয়ে পড়ে। আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির অভিযোগ যে গুরুতর তা স্পষ্ট করেছে সিবিআইয়ের তৎপরতা।
সিবিআইয়ের এই তদন্তের ফলে আরজি কর হাসপাতালের সাথে যুক্ত আর্থিক অনিয়মের পরিসর আরও প্রকাশ্যে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।