Home খবর রাজ্য গঙ্গার নীচে ছুটল মেট্রো, যাত্রীদের জন্য দরজা খুলবে কবে

গঙ্গার নীচে ছুটল মেট্রো, যাত্রীদের জন্য দরজা খুলবে কবে

0
গঙ্গার নীচে সুড়ঙ্গ পথে মেট্রো। ছবি: রাজীব বসু

কলকাতা: ইতিহাস সৃষ্টি করে বুধবার গঙ্গার তলা দিয়ে ছুটল মেট্রো। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে নবনির্মিত হাওড়া ময়দান স্টেশনে এসে পৌঁছয় মেট্রোর দু’টি রেক। মেট্রো কর্তৃপক্ষের আশা, সব কিছু ঠিকঠাক চললে চলতি বছরেই গঙ্গার তলা দিয়ে যাত্রী নিয়ে ছুটবে মেট্রো।

দেশে প্রথম নদীর তলা দিয়ে মেট্রো যাবে শহর কলকাতায়। এর আগে দেশের কোনো রাজ্যে নদীপথে মেট্রো যায়নি। এ দিন সকালেই প্রথম ট্রেনের রেক নিয়ে যাওয়া হয় হাওড়া ময়দান পর্যন্ত। গঙ্গার তলা দিয়ে যে সুড়ঙ্গ তৈরি হয়েছে, সেই লাইন দিয়েই প্রথম ট্রেনের চাকা গড়াল।

বুধবার বেলা ১২টা নাগাদ ঘটল এই ঐতিহাসিক ঘটনা। মাত্র আধঘণ্টায় মহাকরণ থেকে হাওড়া ময়দান পৌঁছে গেল মেট্রোর একটি রেক। বিদ্যুতের মাধ্যমে চালানো হয় ট্রেনটি। কোনো রকম বাধাবিঘ্ন ছাড়াই মেট্রোটি পৌঁছে যায় হাওড়া ময়দানে। এর পর একই ভাবে হাওড়া পৌঁছোয় আরেকটি রেক।

এ দিন প্রথম মেট্রোটিতে সওয়ার করলেন মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি। হাওড়ায় পৌঁছনোর পর মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পুজো দেন। এরপরই আরেকটি রেকও একইভাবে সুড়ঙ্গপথে গঙ্গার নীচ দিয়ে হাওড়া ময়দানে পৌঁছয়।

এই পথ চালু হয়ে গেলে হাওড়া থেকে যাত্রীরা সহজেই কলকাতায় পৌঁছতে পারবেন। তবে মেট্রো কর্তৃপক্ষের তরফে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এখনই নতুন পথে যাত্রীদের নিয়ে ছুটবে না মেট্রো। বরং নানা ভাবে পরীক্ষানিরীক্ষার পরই বাণিজ্যিক ভাবে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে হাওড়া ময়দানগামী মেট্রোর দরজা।

আরও পড়ুন: চৈত্রের শেষলগ্নে পুড়ছে বাংলা, তাপপ্রবাহের আশঙ্কা

Advertisements
Claim Your Gift Card Now
বিজ্ঞাপন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version