Home খবর রাজ্য দুর্গাপুজো কমিটিগুলির জন্য সরকারি অনুদান বৃদ্ধি, বিদ্যুৎ বিলে বাড়ছে ছাড়ও, ঘোষণা মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো কমিটিগুলির জন্য সরকারি অনুদান বৃদ্ধি, বিদ্যুৎ বিলে বাড়ছে ছাড়ও, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: দুর্গাপুজো কমিটিগুলির জন্য সুখবর নিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক বিশেষ বৈঠকে তিনি ঘোষণা করেছেন যে, চলতি বছর ৪৩ হাজারেরও বেশি পুজো কমিটিকে ৮৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। গত বছর পুজো কমিটিগুলিকে দেওয়া হয়েছিল ৭০ হাজার টাকা। আগামী বছর এই অনুদান বৃদ্ধি পেয়ে এক লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বৈঠকটি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়, যেখানে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা, কলকাতা পুলিশের আধিকারিকরা এবং ‘ফোরাম ফর দুর্গোৎসব’ সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা পুজো কমিটিগুলির প্রতিনিধিরা ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

বিদ্যুতের বিলে ছাড় বৃদ্ধি 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও ঘোষণা করেছেন যে, পুজো কমিটিগুলিকে বিদ্যুতের বিলে ৭৫ শতাংশ ছাড় দেওয়া হবে। গত বছর এই ছাড় ছিল ৬৬ শতাংশ, এবং তার আগের বছর ৬০ শতাংশ। সিইএসই এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদকে এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।

পুজোর সুরক্ষা এবং থিম নিয়ন্ত্রণ 

মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর সময় সুরক্ষা নিশ্চিত করতে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। তিনি জানিয়েছেন, মণ্ডপে প্রবেশ এবং প্রস্থানের জন্য দুটি গেট থাকতে হবে। সিসি ক্যামেরা, ড্রোন এবং ওয়াচ টাওয়ার ব্যবহার করে নজরদারি চালানোর কথাও বলেছেন তিনি।

থিমের বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, কোন পুজোর কী থিম হচ্ছে তা পুলিশের কাছে প্রাথমিকভাবে জানিয়ে রাখতে হবে। তিনি উল্লেখ করেছেন, গত বছরের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর থিমের কারণে বিমান চলাচলে সমস্যা দেখা দিয়েছিল, এমন ঘটনা আর যেন না ঘটে।

স্বাস্থ্য পরিষেবা নিশ্চিতকরণ 

রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুজোর সময় কেউ অসুস্থ হলে যাতে তারা দ্রুত স্বাস্থ্য পরিষেবা পান, তা নিশ্চিত করতে হবে। তিনি কন্ট্রোল রুম খোলার পরামর্শও দিয়েছেন।

কার্নিভালের দিন ঘোষণা

চলতি বছর ৯ অক্টোবর ষষ্ঠী এবং ১৫ অক্টোবর কলকাতায় প্রতিমা নিরঞ্জনের কার্নিভাল অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলাগুলিতে কার্নিভাল কবে হবে তা স্থানীয় প্রশাসনকে ঠিক করার নির্দেশ দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীর এই ঘোষণা পুজো কমিটিগুলির জন্য আনন্দের সংবাদ বয়ে এনেছে। বিদ্যুতের বিলে ছাড় এবং অনুদান বৃদ্ধি তাদের পুজোর আয়োজন আরও সহজ এবং সুন্দর করবে বলে মনে করছেন সকলেই।

আরও পড়ুন

২ মাসের মধ্যে কলকাতায় সিএনজি সরবরাহের উন্নতি, জানালেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version