চাকরিহারা গ্রুপ C এবং গ্রুপ D কর্মীদের ভাতা প্রদানের ক্ষেত্রে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। কলকাতা হাই কোর্ট এই ভাতা প্রদানে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে। বিচারপতি অমৃতা সিংহ জানিয়ে দিয়েছেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কিংবা ২৬ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য সরকার কোনও ভাতা দিতে পারবে না।
রাজ্য সরকারের পক্ষে মে মাসে ঘোষণা করা হয়েছিল, চাকরি হারানো গ্রুপ C কর্মীরা প্রতি মাসে ২৫ হাজার এবং গ্রুপ D কর্মীরা ২০ হাজার টাকা করে ভাতা পাবেন। কিন্তু সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা হয়।
আদালত রাজ্যকে নির্দেশ দিয়েছে, আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে। এরপর মামলাকারীরা ১৫ দিনের মধ্যে পাল্টা হলফনামা জমা দেবেন।
কেন এই বিতর্ক?
২০১৬ সালের এসএসসি প্যানেল দুর্নীতি মামলা নিয়ে সুপ্রিম কোর্ট সম্প্রতি রাজ্যে প্রায় ২৬ হাজার গ্রুপ C ও D কর্মীর নিয়োগ বাতিল করে দেয়। এই কর্মীরা বেশ কয়েক বছর ধরে চাকরি করলেও, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁরা চাকরি হারান।
রাজ্য সরকার তাই মানবিকতার খাতিরে তাঁদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেই পদক্ষেপ আদালতের দৃষ্টিতে এখন প্রশ্নবিদ্ধ।
এবার কী হবে?
চাকরিহারা ২৬ হাজার কর্মীর ভবিষ্যৎ এখন আদালতের এক্তিয়ারে। সরকার আপাতত ভাতা বন্ধ রাখতে বাধ্য হলেও, আইনগতভাবে কী যুক্তি তুলে ধরা হয়, তার উপর নির্ভর করবে এই বিতর্কের ভবিষ্যৎ।