Home খবর রাজ্য ছবির পর আসতে পারে ভিডিও, দলবদলের জল্পনায় জল ঢেলেও দাবি হিরণের

ছবির পর আসতে পারে ভিডিও, দলবদলের জল্পনায় জল ঢেলেও দাবি হিরণের

0

কলকাতা: তৃণমূলে যোগদানের জল্পনা উড়িয়ে দাবি করলেন খড়্গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর জানিয়ে দিলেন, ‘বিজেপিতেই আছি, থাকব’।

হিরণের দাবি, পাল্টা দাবি তৃণমূলের

শনিবার সাংবাদিক বৈঠকে হিরণ বলেন, পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতির সঙ্গে তাঁর যে ছবি ভাইরাল হয়েছে, তা বিকৃত করা হয়েছে। তিনি অন্য কোনো দলে যাচ্ছেন না। বিজেপিতেই থাকছেন। তৃণমূলের নেতাদের এখন চোর অপবাদ শুনতে হচ্ছে। তৃণমূলে যাওয়ার প্রশ্নই উঠছে না। উল্টে তাঁর দাবি, তৃণমূলে অনেক সৎ নেতা বিজেপিতে যোগ দিতে চাইছেন।

তাঁর মতে, বিজেপিকে আঘাত করতেই এই পরিকল্পনা করা হয়েছে। হিরণের সংযোজন, ‘‘শুধু ছবি কেন এর পর ভিডিয়োও আসতে পারে।’’

হিরণের কথায়, “তৃণমূলের সৎ নেতারা আমাকে বলেছেন, পশ্চিমবঙ্গকে বাঁচাতে তাঁরা বিজেপিতে আসবেন। সকলেই চোরের দলে নাম লিখিয়েছেন। তবে যাঁরা সততার সঙ্গে রাজনীতি করছেন তাঁরা বিজেপিতে আসছেন। অনেকেই শুভেন্দু অধিকারী, মিঠুন চক্রবর্তী এবং আমার সঙ্গে যোগাযোগ রাখছেন”।

অন্য দিকে, তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলার কোঅর্ডিনেটর অজিত মাইতি সংবাদ মাধ্যমের কাছে বলেন, ‘‘ও (হিরণ) আমার সঙ্গে অভিষেকের দফতরে গিয়েছিল। এতে কোনও ভুল নেই। যে ছবিটি প্রকাশ পেয়েছে তা ১০০ শতাংশ সত্যি। তাতেও কোনও ভুল নেই।’’ এ প্রসঙ্গে তৃণমূল নেতার আরও সংযোজন, ‘‘ওকে বলা হয়েছে, এখন তোমাকে অপেক্ষা করতে হবে। ও তো আমাদের কাছে আত্মসমর্পণ করেছিল। এখন ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছে ও।’’

হিরণের নিশানায় দেব!

একই সঙ্গে তৃণমূল সাংসদ ও টলিউড অভিনেতা দেবকে আক্রমণ করে হিরণ বলেন, “মাননীয় সাংসদ দীপক অধিকারী ওরফে দেব এনামুল হকের থেকে টাকা নিয়েছেন। সেজন্য তাঁকে সিবিআই এবং ইডি ডেকে পাঠিয়েছে। সেই কেস চলছে। সেই কেসে যদি দোষী সাব্যস্ত হন, যদি তাঁকে জেলে হয়, তাহলে আমার সবথেকে দুশ্চিন্তা থাকবে মিঠুনদা’কে (প্রজাপতি সিনেমায় দেব এবং মিঠুন একসঙ্গে কাজ করেছেন) নিয়ে”।

এ রকম এক চাঞ্চল্যকর অভিযোগের পর দেব যদি মামলা করেন তা হলে কী হবে? হিরণ বলেন, “মামলা করতেই পারেন। তবে দেব যদি বলেন তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বা তিনি নির্দোষ হন তাহলে দেবের পাশে দাঁড়াব”।

প্রসঙ্গত, কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, তৃণমূল অফিসের সোফায় বসে রয়েছেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। কানে মোবাইল। ওই একই সোফায় কিছুটা দূরে মোবাইল হাতে নিয়ে বসে রয়েছেন তৃণমূল নেতা অজিত মাইতি। হিরণের দলবদলের জল্পনার মাঝে এমন ছবি প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহল তোলপাড়। অজিতের সঙ্গে হিরণের ছবি ছড়িয়ে পড়ার পরই হিরণের পদ্ম ফুল ছেড়ে জোড়াফুল শিবিরে ফেরার জল্পনা জোরালো হয়।

আরও পড়ুন: প্রার্থীতালিকা ঘোষণা করল বিজেপি, ত্রিপুরা ধরে রাখতে বাংলার কৌশল!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version