Home খবর রাজ্য আজই যাত্রা শুরু হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের, জানুন টিকিটের দাম-সহ খুঁটিনাটি

আজই যাত্রা শুরু হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের, জানুন টিকিটের দাম-সহ খুঁটিনাটি

কলকাতা: বৃহস্পতিবার পুরী থেকে উদ্বোধনী যাত্রা শুরু করছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। শনিবার থেকে শুরু হবে যাত্রী পরিষেবা। বুধবার থেকেই শুরু হয়েছে টিকিট বুকিং।

দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, বৃহস্পতিবার হাওড়া-পুরী রুটে উদ্বোধন হবে রাজ্যের দ্বিতীয় সেমি-হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। ২২৮৯৫ হাওড়া-পুরী ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে সকাল ৬টা ১০ মিনিটে। পুরী পৌঁছবে দুপুর ১২টা ৩৫ মিনিটে। পুরী থেকে ওই দিনই দুপুর ১টা ৫০ মিনিটে ছাড়বে ২২৮৯৬ বন্দে ভারত। হাওড়া পৌছবে রাত ৮টা ৩০ মিনিটে। শুধু বৃহস্পতিবারই চলবে না ট্রেন।

১৬ কোচের  হাওড়া- পুরী বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া এবং পুরী মিলিয়ে বাণিজ্যিক ভাবে মোট ৯টি স্টেশনে দাঁড়াবে। স্টেশনগুলি হল- খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, জাজপুর, কেওনঝাড়, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড। হাওড়া-পুরী শাখায় বন্দে ভারতের গতিবেগ হবে ঘণ্টায় ৭৭ কিমি। সর্বোচ্চ বেগ হবে ঘণ্টায় ১৩০ কিমি। 

বন্দে ভারতের চেয়ার কারে হাওড়া থেকে পুরী যেতে খরচ পড়বে ১ হাজার ২৬৫ টাকা। এগজিকিউটিভ ক্লাসে ভাড়া ২ হাজার ৪২০ টাকা। খাবার না নিলে এ ক্ষেত্রে ভাড়া দিতে হবে ২২৮০ টাকা।

এখন পুরী যাওয়ার জন্য হাওড়া এবং শিয়ালদহ স্টেশন থেকে যে সমস্ত দূরপাল্লার ট্রেন চলাচল করে, সেখানে সময় লাগে প্রায় ৮ ঘণ্টা। বন্দে ভারতে করে গেলে অনেকটাই সময় বাঁচবে। এ বার সাড়ে ৬ ঘণ্টায় জগন্নাথ-দর্শন!

উল্লেখ্য, এ দিন ভার্চুয়ালিই এই সেমি হাই স্পিড ট্রেনের যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেলা ১টা নাগাদ মোদীর হাত ধরে যাত্রা শুরু হবে পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রেলমন্ত্রী অশ্বিণী বৈষ্ণব।

আরও পড়ুন: শেষবেলায় জ্বলে উঠল দিল্লি, বিদায় নিশ্চিত পঞ্জাবের

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version