Home খবর রাজ্য বাংলায় ‘একলা চলো’ নীতি মমতার, ভোটের পর পরবর্তী সিদ্ধান্ত

বাংলায় ‘একলা চলো’ নীতি মমতার, ভোটের পর পরবর্তী সিদ্ধান্ত

0
মমতা। ফাইল ছবি: রাজীব বসু

কলকাতা: লোকসভা ভোটে আসন সমঝোতা নিয়ে বিরোধ এখনও মেটেনি। সেই সঙ্গে কংগ্রেস সামান্য সৌজন্যটুকুও জানায়নি বলে প্রকাশ্যে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবমিলিয়ে, বাংলায় ‘একলা চলো’ নীতির কথা ঘোষণা করেছেন তিনি।

বুধবার বর্ধমান যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে দ্ব্যর্থহীন ভাষায় স্পষ্ট করে দিয়েছিলেন জোটের অঙ্ক। জানিয়েছেন, বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই। বাংলায় তৃণমূল একা চলবে। ভোটের পর পরবর্তী সিদ্ধান্ত।

কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রার প্রসঙ্গ তুলে মমতা বলেন, “ওরা যে র‍্যালি করেছে একবারও অ্যাজ অ্যা ম্যাটার অব কার্সি ইন্ডিয়ার অ্যালায়েন্স হিসাবে আমাকে জানিয়েছে? দিদি আপনার রাজ্যে যাচ্ছি? না জানায়নি। সুতরাং আমার সঙ্গে কোনও সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। অল ইন্ডিয়ায় কী করব না করব আফটার ইলেকশন ভাবব। আমরা সেকুলার পার্টি। তবে এখন কোনও চর্চা নেই।”

এই ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে রাহুল গান্ধী বিভিন্ন রাজ্যে ঘুরছেন। বৃহস্পতিবার এই যাত্রা বাংলায় আসছে। সে ব্যাপারে জোটসঙ্গী হিসেবে তৃণমূলকে না জানানোর রেশ ধরেই মমতা বলেন, “বাংলায় একা লড়ব আমরা। আমি জোটের সঙ্গী। কিন্তু ওরা সৌজন্য দেখিয়েছি কি”?

গত সোমবার পার্ক সার্কাসের মঞ্চ থেকে নাম না করে রাহুল গান্ধীর দলের সমালোচনা করে বলেছিলেন, ‘‘ওরা মর্জি মতো চলতে চাইছে।’’ কয়েক দিন আগেও সিপিএমের আচরণ নিয়ে মুখ খোলেন মমতা। তাঁকে বলতে শোনা যায়, “ইন্ডিয়া জোটের নাম আমিই দিয়েছি। কিন্তু আমার বলতে কষ্ট হচ্ছে যে, মিটিংয়ে গেলে সিপিএম মিটিং পরিচালনা করে, যাদের বিরুদ্ধে জীবন ভর লড়াই করেছি আমি। ওদের কোনও পরামর্শ মানব না আমি। আমাকে অনেক অসম্মান করা হয়।”

আরও পড়ুন: বৃহস্পতিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, শুক্রবার ভোলবদল আবহাওয়ার

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version