আরও দুই আসনে প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। এর আগে ২১ আসনে প্রার্থী ঘোষণা করে তারা। শুক্রবার বামফ্রন্টের বৈঠকে শেষে হুগলির আরামবাগ এবং ঝাড়গ্রাম আসনে প্রার্থী ঘোষণা করা হল। আরামবাগে প্রার্থী করা হয়েছে প্রাক্তন সিপিএম বিধায়ক বংশীবদন মৈত্রের বড় ছেলে বিপ্লবকুমার মৈত্রকে। ঝাড়গ্রামে বাম প্রার্থী করা হয়েছে সোনামণি মুর্মু (টুডু)-কে।
এর আগে তিন দফায় ২১ আসনে প্রার্থী ঘোষণা করেছিল বামফ্রন্ট। এই নিয়ে চার দফায় ২৩ আসনে প্রার্থী। কেন এত ঢিমে তালে প্রার্থী ঘোষণা? কারণ হিসাবে বিমান বসু জানিয়েছেন জোট জটে কারণের এই দেরী।
বামেদের লক্ষ্যে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করেই লোকসভা ভোটের দিকে এগুনো। কিন্তু কোচবিহার নিয়ে ইতিমধ্যেই জটিলতা তৈরি হয়েছে। কংগ্রেস কোচবিহার আসনে প্রার্থী দিয়েছে। সেখানে আগেই প্রার্থী দিয়েছিল বামেরা। বাম শরিকদের মধ্যে ফরওয়ার্ড ব্লক সেখানে লড়ছে। এদিন কোচবিহার নিয়েও কংগ্রেসকে বার্তা দিয়েছেন বিমান। তিনি বলেন, ‘একে অন্যের বিরুদ্ধে লড়াই করব, তা হবে না। কংগ্রেসের কাছে আবেদন করব, আপানারা কোচবিহার নিয়ে ভাবুন।’
প্রথম দফায় কোচবিহারে ভোটগ্রহণ। শনিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। তার আগে বাম চেয়ারম্যানের এই বার্তা তাৎপর্যপূর্ণ।রাজ্য সাত দফা ভোট হাওয়ায় সাপে বর হয়েছে বামফ্রন্টের। বিমান বসুর কথায়, ‘বোঝাপড়া করতে হয়তো সময় লাগছে। কিন্তু সাত দফার ভোট আমাদের কাছে সময় নিয়ে সবটা করার সুযোগ করে দিয়েছে।’
আরও পড়ুন: ‘আমরা আশা করি যে ভারতে…’, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে বার্তা রাষ্ট্রসঙ্ঘের