শিলিগুড়ি : মালদহের পর এবার নিউ জলপাইগুড়ি। তৃতীয় দিনেও আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস। ফাটলো জানলার কাঁচ। অভিযোগ, মঙ্গলবার এনজেপিগামী বন্দে ভারত এক্সপ্রেসে এনজেপি স্টেশনে ঢোকার আগে সেটিকে লক্ষ্য করে পাথরবৃষ্টি করা হয়। স্টেশনে ঢোকার পর দেখা যায় ট্রেনটির জানালার কাচ ফাটা রয়েছে। সেমি হাই স্পিড ট্রেনটির C3 এবং C6 কামরা ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগ। এই নিয়ে যাত্রা শুরুর পর তিনদিনের মধ্যে দ্বিতীয়বার বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথরবৃষ্টি হল।
মাত্র একদিন আগেই নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া আসার পথে মালদা ঢোকার আগেই কুমারগঞ্জ স্টেশন সংলগ্ন এলাকায় এই ট্রেন লক্ষ করে চলে পাথর বৃষ্টি। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। এখনও শনাক্ত করা হয়নি অপরাধী। আর এরই মধ্যে ফের আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস।
যদিও জানা যাচ্ছে, এদিনের ঘটনা নিয়ে কোনরকম অভিযোগ করেননি রেল যাত্রীরা।তবে মঙ্গলবার নিউ জলপাইগুড়িতে পৌঁছনোর পর ট্রেনটি পরিষ্কার করার সময় বিষয়টি নজরে আসে রেলকর্মীদের। জানালার কাঁচ ভাঙা থাকার বিষয়টি তাঁরা ঊর্ধতন কর্তৃপক্ষের নজরে আনেন।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us