Home রাজ্য উঃ ২৪ পরগনা বিমানবন্দর রুটে মেট্রো চালুর আগে বড় ঘোষণা! বনগাঁ-দমদম ক্যান্টনমেন্টে চালু হচ্ছে ৫টি...

বিমানবন্দর রুটে মেট্রো চালুর আগে বড় ঘোষণা! বনগাঁ-দমদম ক্যান্টনমেন্টে চালু হচ্ছে ৫টি নতুন লোকাল

ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় চলবে অতিরিক্ত ৫ লোকাল

বিমানবন্দরগামী মেট্রোর জন্য তৈরি হচ্ছে নতুন যোগাযোগ ব্যবস্থার কাঠামো। সেই লক্ষ্যে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন হয়ে উঠতে চলেছে ‘ট্রান্সপোর্টেশন হাব’। আর সেই প্রস্তুতির অংশ হিসেবেই আগামী বৃহস্পতিবার (১৩ জুন) থেকে বনগাঁ শাখায় চালু হচ্ছে পাঁচটি নতুন লোকাল ট্রেন। পূর্ব রেল সূত্রে খবর, এই ট্রেনগুলির প্রান্তিক স্টেশন হবে দমদম ক্যান্টনমেন্ট।

এই সিদ্ধান্তে সবচেয়ে উপকৃত হবেন বনগাঁ, বারাসত এবং আশপাশের মফস্‌সলের সেই সমস্ত যাত্রীরা, যাঁরা দৈনিক অফিসের কাজে সেক্টর ফাইভ, নিউটাউন বা বিমানবন্দর এলাকায় যাতায়াত করেন। এতদিন পর্যন্ত তাঁদের শিয়ালদহ বা বিধাননগর রোডে নেমে অন্য ট্রান্সপোর্ট ধরতে হত। এবার মেট্রো চালু হলে দমদম ক্যান্টনমেন্ট থেকেই মেট্রো ধরে সরাসরি পৌঁছতে পারবেন গন্তব্যে। ফলে যাত্রা যেমন কম সময়ে সম্পন্ন হবে, তেমনই কমবে শিয়ালদহ-সহ অন্যান্য ব্যস্ত স্টেশনের ভিড়ও।

শিয়ালদহ ডিভিশনের সিনিয়র জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, যাত্রীদের সুবিধার্থেই এই নতুন ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব রেল সূত্রে যে পাঁচটি নতুন লোকাল ট্রেন চালু হচ্ছে, তার সময়সূচি এই রকম—

  1. বনগাঁ-দমদম ক্যান্টনমেন্ট লোকাল:
    বনগাঁ থেকে ছাড়বে সকাল ৭:৪১-এ, ক্যান্টনমেন্টে পৌঁছবে সকাল ৯:১৬-এ।
  2. দমদম ক্যান্টনমেন্ট-বারাসত লোকাল:
    ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে সকাল ৯:৪৫-এ, বারাসতে পৌঁছবে সকাল ১০:১৫-এ।
  3. বারাসত-দমদম ক্যান্টনমেন্ট লোকাল:
    বারাসত থেকে ছাড়বে বিকেল ৫:৩৭-এ, ক্যান্টনমেন্টে পৌঁছবে সন্ধ্যা ৬:০০-এ।
  4. দমদম ক্যান্টনমেন্ট-বনগাঁ লোকাল:
    ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে সন্ধ্যা ৬:২৬-এ, বনগাঁ পৌঁছবে রাত ৮:১০-এ।
  5. বনগাঁ-বারাসত লোকাল:
    বনগাঁ থেকে ছাড়বে রাত ৮:২০-এ, বারাসতে পৌঁছবে রাত ৯:২৫-এ।

পূর্ব রেলের দাবি, নিউটাউন-মেট্রো চালুর পরে দমদম ক্যান্টনমেন্ট হবে পূর্ব রেল ও মেট্রোর যুগ্ম সংযোগস্থল। সেই কারণে সময় থাকতে-থাকতেই যাত্রীসংখ্যা বাড়বে বুঝে রেল পরিষেবা বাড়ানো হচ্ছে।

রেল সূত্রে আরও জানা গেছে, ভবিষ্যতে আরও বেশি সংখ্যক ট্রেন চালানো হতে পারে যদি যাত্রীদের প্রতিক্রিয়া ইতিবাচক হয়। এই পদক্ষেপে পরিষ্কার, সেক্টর ফাইভগামী অফিসযাত্রীদের জন্য দমদম ক্যান্টনমেন্ট হয়ে উঠছে নতুন ভরসার জায়গা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version