Home খবর রাজ্য জেলায় জেলায় উত্তেজনা, অশান্তি পিছু ছাড়ছে না পঞ্চায়েত ভোটের

জেলায় জেলায় উত্তেজনা, অশান্তি পিছু ছাড়ছে না পঞ্চায়েত ভোটের

শনিবার রাজ্যের পঞ্চায়েত ভোট। ৬০,৫৯৩ বুথে ভোটগ্রহণ। পঞ্চায়েত ভোট ঘিরে রাজ্যে অশান্তি অব্যাহত। ভোটের শুরুতেই বিভিন্ন জেলায় উত্তেজনা। কেন্দ্রীয় বাহিনী, পুলিশের নজরদারিতে চলছে ভোটগ্রহণ।

কোচবিহারের সিতাই বিধানসভার এক নম্বর ব্লকের ৬/১৩০ বড়ভিট গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে রাতভর তাণ্ডব চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুথের মধ্যে আগুন লাগানোর অভিযোগ। মুর্শিদাবাদের রানিনগরে সিপিএম এবং তৃণমূলের কর্মীদের মধ্যে সংঘর্ষ। জখম হয়েছেন কমপক্ষে ২৪ জন।

কোচবিহারের ফলিমারিতে বিজেপির পোলিং এজেন্টকে গুলি করে খুনের অভিযোগ। নিহতের নাম মাধব বিশ্বাসের। তৃণমূলের বিরুদ্ধে গুলি করে খুনের অভিযোগ।  

মালদার মানিকচকে তৃণমূল-কংগ্রেস সংঘর্ষে বোমাবাজি। তৃণমূল কর্মীকে বোমা মেরে খুনের অভিযোগ।

ভোট শুরু হতেই মুর্শিদাবাদের ইসলামপুরে বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ। ভোট দিতে যাওয়ার সময় হামলার অভিযোগ উঠেছে। জখম কংগ্রেস কর্মী ইশাহার শেখ-সহ দু’জন। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে কংগ্রেস। এ দিকে, ফের উত্তপ্ত ভাঙড়। একটি বুথের সামনে আইএসএফ ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে সকাল সকাল।

সকালে তুমুল উত্তেজনা নিউটাউনের চাঁপাগাছিতে। আইএসএফ ও তৃণমূল সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। লাঠিসোটা হাতে নিয়ে মারধর শুরু হয়। আইএসএফ প্রার্থীদের অভিযোগ, তাঁদের এজেন্টকে বুথে বসতে দেওয়া হচ্ছে না। তা নিয়ে শুরু হয় বচসা। তৃণমূলের পাল্টা বক্তব্য, এসব কোনো অভিযোগই নয়।

ভোটের আগেই বুথে বুথে পৌঁছে যাওয়ার কথা বাহিনীর। যদিও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে শুক্রবার রাত পর্যন্ত জটিলতা অব্যাহত রয়েছে। বিরেধীদের দাবি, এখনও বহু বুথে নেই কেন্দ্রীয় বাহিনী। হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদে সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী। তারপরেই হাওড়া। এয়ারলিফট করে লেহ্ থেকে আনা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version