Home খবর রাজ্য সরস্বতী পুজোর প্রস্তুতি জোরকদমে, প্রতিমা-আলপনায় সাজ সাজ রব

সরস্বতী পুজোর প্রস্তুতি জোরকদমে, প্রতিমা-আলপনায় সাজ সাজ রব

0
সরস্বতী পুজো ২৬ জানুয়ারি। ছবি: রাজীব বসু

কলকাতা: শীতকাল কার্যত শেষ। বসন্তকালের আগমন জানান দিচ্ছে সরস্বতী পুজো। হাতে আর কয়েকটা ঘণ্টা, চলছে যাবতীয় প্রস্তুতি গৃহস্থের। একই সঙ্গে প্রস্তুতি চলছে স্কুল-কলেজ-সহ শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব সংগঠন এবং অফিসেও।

এ বার সরস্বতী পুজো পড়েছে ২৬ জানুয়ারি (বাংলায় ১১ মাঘ)। ওই দিনই সাধারণতন্ত্র দিবস। নির্ঘণ্ট অনুযায়ী, ২৫ জানুয়ারি রাত ৬/২০/১১ থেকে ২৬ জানুয়ারি  বিকেল ৪/৩৮/৫৩ মিনিট পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি। ছবি: রাজীব বসু

সরস্বতী পুজোর দিন পডুয়ারা বই, কলম, পেন্সিল ইত্যাদির পুজোও করে। তবে প্রতিমা তো থাকবেই। ছবি: রাজীব বসু

কুমোরটুলিতে প্রতিমা গড়ার ব্যস্ততাও শেষের দিকে। এখন চলছে প্রতিমা কেনার পালা। ছবি: রাজীব বসু

বাগদেবীর আরাধনায় কলেজ স্ট্রিটের সংস্কৃত কলেজিয়েট স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে আলপনা দিয়ে ফুটে উঠছে পুজো মণ্ডপ। ছবি: রাজীব বসু

শীতের বাজারে শাক-সবজি তুলনামূলক ভাবে সস্তায় মেলে। তবে সরস্বতী পুজো এলেই এক ধাক্কায় দাম বেড়ে যায় অনেকটা। শাক-সবজি থেকে ফলমূলের খরচও বাড়ে এই সময়টায়। ছবি: রাজীব বসু

বিদ্যাদেবীর আরাধনা ঘরে-ঘরে, সঙ্গে স্কুল-কলেজ অথবা ক্লাব, অফিসেও। সরস্বতী পুজো করতে গিয়ে পকেটে টান পড়ছে আম বাঙালির। কারণ একটাই, আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি। ছবি: রাজীব বসু

অন্য সব কিছুর মতোই ফুলের বাজারেও আগুন। সরস্বতী পুজো মানেই হলুদ গাঁদার চাহিদা তুঙ্গে। কলকাতার মল্লিকঘাট থেকে কোলাঘাটের দেউলিয়া ফুলবাজার, সব জায়গার ছবিটা আজ একইরকম। ছবি: রাজীব বসু

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version