Home রাজ্য দঃ ২৪ পরগনা সুন্দরবনের সজনেখালিতে ৪ দিনের পাখি উৎসব

সুন্দরবনের সজনেখালিতে ৪ দিনের পাখি উৎসব

0

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: সুন্দরবন-সহ সারা রাজ্যে এই সময় জাঁকিয়ে শীত পড়েছে। বুধবার থেকে দ্বিতীয় বছরের চারদিনের পাখি উৎসব শুরু সুন্দরবনে। সুন্দরবনের সজনেখালিতে আনুষ্ঠানিক ভাবে এই পাখি উৎসবের সূচনা করেন রাজ্যের মুখ্য বনপাল দেবল রায়, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা রাজেন্দ্র জাখর, সহকারী ক্ষেত্র অধিকর্তা জোন্স জাস্টিন, সুন্দরবন বায়োস্ফিয়ারের ডিরেক্টর নীলাঞ্জন মল্লিক, দক্ষিণ ২৪ পরগনা বন আধিকারিক মিলন মণ্ডল-সহ আরও অনেকে।

নভেম্বর মাস থেকে আবেদন করার জন্য দুটি ওয়েবসাইট প্রকাশ করেছিল বন দফতর। সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করেন পাখিপ্রেমীরা। ১ জানুয়ারি পর্যন্ত ওই দুটি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা হয়।আবেদন করতে মাথাপিছু খরচ প্রায় দশ ১০ হাজার টাকা করে দিতে হয়েছে পাখিপ্রেমিকদের। ২৪ জন পাখিপ্রেমী এই পাখি উৎসবে অংশগ্রহণ করেছেন। তাঁদের ছয়টি দলে ভাগ করে বিভিন্ন এলাকায় ঘুরিয়ে ছবি তোলার কাজ করবে বনবিভাগ।

উল্লেখ্য, প্রথমবার পাখি উৎসবের সমীক্ষা বিশ্লেষণ করে বনদফতর জানতে পেরেছিল সুন্দরবনের ১৪৫ প্রজাতির পাখির দেখা মিলেছে। পাঁচ হাজারের বেশি পাখির দর্শন পেয়েছিলেন উৎসবের যোগদানকারী পাখিপ্রেমিকরা।

গতবার তিনদিন ধরে এই উৎসব চললেও এ বার সেই উৎসব চারদিনের করা হয়েছে বনদফতরের পক্ষ থেকে। গত বছর পাখি উৎসব থেকে বনদফতর সিদ্ধান্ত নিয়েছিল পাখি সুরক্ষার বিষয়ে। আর সেই সিদ্ধান্ত অনুযায়ী শীতের সময় যে সমস্ত পরিযায়ী পাখি সুন্দরবন এলাকায় আসে তাদের নিরাপত্তার ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে, যাতে কোনো ভাবেই কেউ পাখি শিকার না করে সেদিকেও কঠোর ভাবে নজর দিয়েছে বনদফতর।

শুধু সুন্দরবনের জঙ্গল এলাকা নয়, আশেপাশের লোকালয়গুলিতেও নিরাপত্তা বাড়াতে গ্রামবাসীদের সচেতন করার কাজ শুরু করেছে বনদফতর। শনিবার এই পাখি উৎসব শেষ হবে। আর বহু উৎসাহী মানুষ পাখি উৎসবে অংশগ্রহণ করেছে।

আরও পড়ুন: বৃষ্টিভেজা বইমেলা! বইপ্রেমীদের আনাগোনায় চেনা ছবি সেন্ট্রাল পার্ক প্রাঙ্গণে

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version