সহ-শিক্ষকদের বদলির বিষয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল শিক্ষক সংগঠন সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এসটিইএ)। বৃহস্পতিবার, বিচারপতি জেকে মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চ সংগঠনের করা আবেদন খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, রাজ্য সরকার চাইলে শিক্ষকদের যে কোনও জেলায় বদলি করতে পারে এবং এই বিষয়ে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত।
শিক্ষক সংগঠনের অভিযোগ ছিল, ২০১৭ সালের একটি সংশোধনীর মাধ্যমে ‘ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিসেস কমিশন আইন ১৯৯৭’-এর একটি ধারা ব্যবহার করে শিক্ষকদের দূরবর্তী জেলায় বদলি করা হচ্ছে। এর ফলে শিক্ষকদের পেশাগত জীবনে সমস্যা দেখা দিচ্ছে। এর আগে, সুপ্রিম কোর্টে এই বদলির নির্দেশের বিরুদ্ধে স্থগিতাদেশ জারি করা হয়েছিল।
তবে, বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, সরকার বদলির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে এবং সেই সিদ্ধান্তের উপর কোনো স্থগিতাদেশ থাকবে না। এই রায়ের ফলে, রাজ্য সরকারের হাতে শিক্ষকদের বদলির পূর্ণ ক্ষমতা থাকছে।
বদলির বিষয়ে এই রায় শিক্ষক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেক শিক্ষক এই সিদ্ধান্তকে পেশাগত নিরাপত্তার জন্য বিপজ্জনক হিসেবে দেখছেন, আবার অনেকে মনে করছেন এটি স্কুলগুলির সমবন্টনের ক্ষেত্রে প্রয়োজনীয়।