২০২২ সালের প্রাথমিক টেটের প্রশ্নভুল মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানায়, কলকাতা বিশ্ববিদ্যালয়কে নিয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটি প্রশ্নভুলের বিষয়টি খতিয়ে দেখবে এবং এতে কোনও অসুবিধা নেই। তাই হাই কোর্টের অন্তর্বর্তী নির্দেশ নিয়ে শীর্ষ আদালতের কোনও আপত্তি নেই।
প্রসঙ্গত, গত ২৩ অগস্ট কলকাতা হাই কোর্টের বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় যে, ২০২২ সালের প্রাথমিক টেটের প্রশ্নভুলের অভিযোগ খতিয়ে দেখতে একটি বিশেষ কমিটি গঠন করা হবে, যাতে থাকবে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। কমিটিতে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞরা থাকবেন, যারা অভিযোগ অনুযায়ী ভুল প্রশ্নের সংখ্যা নির্ধারণ করবেন।
এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন পরীক্ষার্থীদের একাংশ, যাঁরা বিশেষ কমিটি থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়কে বাদ দেওয়ার দাবি জানান। তবে, সুপ্রিম কোর্ট জানায় যে, হাই কোর্টের রায়ই বহাল থাকবে এবং মামলাটি প্রত্যাহার না করলে তা খারিজ করা হবে। এর পরেই মামলাকারীরা মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন।
এছাড়াও, প্রায় ২০০ জন পরীক্ষার্থী এই একই যুক্তিতে সুপ্রিম কোর্টে মামলা করেছেন, যেগুলি প্রত্যাহার করা হতে পারে বলে মনে করা হচ্ছে।