কলকাতা: নির্দ্বিধায় রাজ্যবাসীকে রাজ্যবাসীকে তেলাপিয়া মাছ খেতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেলাপিয়া নিয়ে মানুষের ধারণা রয়েছে, এই মাছ খেলে নাকি ক্যানসার হয়। খোদ মুখ্যমন্ত্রীও তেমনটাই জানতেন। তবে সরকারি আধিকারিকরা পরীক্ষা করে দেখেছেন তেলাপিয়া মাছে এই ধরনের কোনও সম্ভাবনা নেই। তাই সাধারণ মানুষকে নির্ভয়ে এই মাছ খেতে বললেন মুখ্যমন্ত্রী।
নবান্নে এক বৈঠকে তিনি বলেন, চলতি বছরেই রাজ্য ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে, তবে মাছের ক্ষেত্রেও তা হওয়া সম্ভব। সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে তিনি জানতে চান, তেলাপিয়া মাছ খেলে কোনও স্বাস্থ্য ঝুঁকি রয়েছে কি না। আধিকারিকরা জানান, তেলাপিয়া মাছ খেলে কোনও রোগ বা শরীরে বিপরীত কোনও ক্রিয়া হওয়ার প্রমাণ পাওয়া যায়নি।
মুখ্যমন্ত্রী এই তথ্য শুনে বলেন, “তাহলে তেলাপিয়া মাছ খেতে কোনও সমস্যা নেই।” তিনি জানতে চান, “যদি কোনওভাবে এই মাছ শরীরে খারাপ প্রভাব না ফেলে তাহলে কারা রটালো, তেলাপিয়া মাছ খেলে ক্যান্সার হয়। কেন তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।” তিনি সাধারণ মানুষকে তেলাপিয়া মাছ খাওয়ার পরামর্শ দেন এবং তেলাপিয়া মাছ নিয়ে মিথ্যা খবর রটানোদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন।
“জল ভরো, জল ধরো” প্রকল্পের অধীনে রাজ্যের কাটা পুকুরে তেলাপিয়া মাছ ছাড়ার পরিকল্পনাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমাদের রাজ্যে পর্যাপ্ত জলাশয় আছে। সেগুলিতে তেলাপিয়া মাছ চাষ করলে মাছ উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারব।”
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “যারা তেলাপিয়া মাছ নিয়ে মিথ্যা খবর রটিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যারা নিজেদের স্বার্থসিদ্ধি করতে চায়, তাদের কোনও ছাড় দেওয়া হবে না।”
মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে মৎস্যজীবীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তাঁরা আশা করছেন, এর ফলে তেলাপিয়া মাছ চাষ এবং বিক্রির উপর যে নেতিবাচক প্রভাব পড়েছিল, তা কাটিয়ে উঠতে পারবেন।
সূত্রের খবর, রাজ্য সরকার এই বিষয়ে প্রচার কার্যক্রমও চালাবে যাতে তেলাপিয়া মাছ নিয়ে যে ভ্রান্ত ধারণা রয়েছে, তা দূর হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যজুড়ে তেলাপিয়া মাছ চাষে উৎসাহ বাড়বে এবং রাজ্য মাছ উৎপাদনে আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল।