Home খবর রাজ্য আর জি কর কাণ্ডে ফের রাত দখলের ডাক নির্যাতিতার পরিবারের, দিনভর আর...

আর জি কর কাণ্ডে ফের রাত দখলের ডাক নির্যাতিতার পরিবারের, দিনভর আর কী হল?

raat dakhal

আর্জেন্টিনায় কূটনৈতিক সফর মোদীর, প্রস্তুতি ব্রাজ়িলের ব্রিক্‌স সম্মেলনের আগে

দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনায় পৌঁছে প্রেসিডেন্ট জেভিয়ার মিলেইয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও বিদেশসচিব বিক্রম মিস্রীও ছিলেন সঙ্গে। এর আগে তিনি ঘানা ও ত্রিনিদাদ-টোবাগোর সফর সেরে এসেছেন।


নেহাল মোদী গ্রেফতার আমেরিকায়, ভারতের প্রত্যর্পণ আবেদনে ইন্টারপোল নোটিসে অ্যাকশন

নীরব মোদীর ভাই নেহাল মোদীকে গ্রেফতার করল আমেরিকার পুলিশ। সিবিআই ও ইডি-র আবেদনে ইন্টারপোল জারি করেছিল রেড কর্নার নোটিস। ১৭ জুলাই মামলার শুনানি, জামিন চাইলেও আমেরিকা এর বিরোধিতা করবে বলেই জানিয়ে দিয়েছে।


সোমবারই ট্রাম্পের শুল্ক স্থগিতাদেশের মেয়াদ শেষ, বাড়বে নাকি ফিরছে ‘শুল্ক-নীতি’?

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন, তিনি ১২টি দেশকে শুল্ক সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। কোন কোন দেশ রয়েছে সেই তালিকায়, তা সোমবার জানানো হবে। শুল্ক স্থগিতাদেশ বৃদ্ধির সম্ভাবনা কম বলেই ইঙ্গিত মিলছে।


হিমাচলে বর্ষায় মৃত্যু ৩৭, ক্ষয়ক্ষতি ছুঁল ৪০০ কোটি টাকা

টানা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচলপ্রদেশ। প্রাণ হারিয়েছেন অন্তত ৩৭ জন। রাজ্য বিপর্যয় মোকাবিলা বিভাগের অনুমান, এখনও পর্যন্ত ক্ষতির পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকা, যদিও তা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা বিশেষ সচিব ডিসি রানার।


আর জি কর কাণ্ডে ৯ অগস্ট নবান্ন অভিযান, ফের রাত দখলের ডাক নির্যাতিতার পরিবারের

এক বছর পেরনোর মুখে আর জি কর কাণ্ড। সোদপুরে উলটোরথে অংশ নিয়ে নির্যাতিতার বাড়িতে যান শুভেন্দু অধিকারী। সেখানেই নির্যাতিতার বাবা জানান, ৯ অগস্ট নবান্ন অভিযানের পাশাপাশি ১৪ অগস্ট ফের ‘রাত দখল’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।


জাল পরিচয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, শ্বেতা ওরফে মোহসিনা বেগমের বিরুদ্ধে জালিয়াতির মামলা

হাওড়ার পর্ণকাণ্ডে জড়িত শ্বেতার বিরুদ্ধে এবার জাল নথিপত্র বানিয়ে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার অভিযোগ। বাঁকড়ার বাসিন্দা শ্বেতাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠাল আদালত। তদন্তে উঠে আসতে পারে আরও তথ্য।


শান্তনু সেনকে এবার সাসপেন্ড করল IMA কলকাতা শাখা, আগে পদক্ষেপ নিয়েছিল মেডিক্যাল কাউন্সিল

রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সিদ্ধান্তের পরে এবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA) কলকাতা শাখাও সাসপেন্ড করল প্রাক্তন সাংসদ চিকিৎসক শান্তনু সেনকে। সাসপেনশন চিঠিতে সই করেছেন সম্পাদক শিল্পা বসু রায়, যিনি রাজ্য কাউন্সিলের সভাপতির কন্যা।


সোনার সাফল্য নীরজের, এনসি ক্লাসিকে ৮৬.১৮ মিটার থ্রোয়ে সোনা জিতলেন চোপড়া

তৃতীয় থ্রোতেই বাজিমাত! ৮৬.১৮ মিটার জ্যাভলিন ছুঁড়ে এনসি ক্লাসিক প্রতিযোগিতায় সোনা জিতলেন অলিম্পিকজয়ী নীরজ চোপড়া। পরবর্তী থ্রোয়ে তিনি ৮৪.০৭ ও ৮২.২২ মিটার পার করলেও প্রতিপক্ষ কেউই তাঁকে টপকাতে পারেননি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version