কলকাতা: সোমবার বৃষ্টিতে ভিজেছে কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। টানা কয়েক দিনের দাবদাহে আপাতত বিরতি। নেমেছে পারদ। কলকাতা-সহ অনেক জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যায়। মঙ্গলবারের পর তাপমাত্রা ফের কিছুটা ঊর্ধ্বমুখী হতে পারে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা।
পূর্বাভাস অনুযায়ী, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। এ দিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যা স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কম।
কয়েকদিন আগেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গ তীব্র দাবদাহে পুড়েছে। কোনো কোনো দিন সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫-৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। আপাতত তেমন পরিস্থিতির পুনরাবৃত্তি হবে না বলেই মত হাওয়া অফিসের। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, চলতি মাসে দক্ষিণবঙ্গে ফের তাপপ্রবাহ পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা কম।
তবে এ সপ্তাহের শেষের দিকে রাজ্যের পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ফের একবার ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে। আগামী মে মাসে ফের এক দফায় পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হলেও হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দফতর।
মঙ্গলবারও রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার (২৬ এপ্রিল) এবং বৃহস্পতিবার (২৭ এপ্রিল) কলকাতার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে শুক্রবার (২৮ এপ্রিল) ফের একবার ভিজবে কলকাতা। সে দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। এমনকী কলকাতার কোথাও কোথাও কালবৈশাখী হতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন: নবান্নে মুখোমুখি মমতা-নীতীশ-তেজস্বী, বৈঠক শেষে ঐক্যের বার্তা