Home খবর রাজ্য ডা. বিধানচন্দ্র রায়: বহুবিধ প্রতিভার সমাহার

ডা. বিধানচন্দ্র রায়: বহুবিধ প্রতিভার সমাহার

0

১৮৮২ সালের ১ জুলাই বিহারের পটনা জেলার বাঁকিপুর গ্রামে জন্মগ্রহণ করেন ডা. বিধানচন্দ্র রায় (Dr. Bidhan Chandra Roy)। তাঁর পিতার নাম প্রকাশচন্দ্র রায়। যিনি ডেপুটি কালেক্টর পদে কর্মরত ছিলেন। বিধানচন্দ্র রায় তাঁর পাঁচ ভাইবোনের মধ্যে সবার ছোটো ছিলেন।

পটনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর তিনি কলকাতা মেডিক্যাল কলেজ থেকে শিক্ষা লাভ করেন। ১৯২২ সালে কলকাতা মেডিক্যাল জেনারেলের সম্পাদক এবং বোর্ড সদস্য হন ডা. বিধানচন্দ্র রায়।

ডা. বিধানচন্দ্র রায় পেশাগত ভাবে ছিলেন একজন বিশিষ্ট চিকিৎসক। অন্য দিকে, তিনি একজন সমাজসেবক ও স্বাধীনতা সংগ্রামী। জাতীয় কংগ্রেসের একজন গুরুত্বপূর্ণ গান্ধীবাদী নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি। ১৯২৬ সালে নিজের প্রথম রাজনৈতিক ভাষণ দেন বিধানচন্দ্র। ১৯২৮ সালে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদস্য নির্বাচিত হন।

ভারতের স্বাধীনতার পর নিজের সমগ্র জীবন চিকিৎসার মাধ্যমে মানুষের সেবায় উৎসর্গ করেছিলেন ডা. বিধানচন্দ্র রায়। তিনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসাবে ১৯৪৮ সালে শপথ নিয়েছিলেন। তার পর থেকে ১৪ বছর ওই পদে ছিলেন।

১৯৬১ সালে তিনি ‘ভারতরত্ন’ সম্মানে ভূষিত হন। ১৯৬৭ সালে, দিল্লিতে তাঁর সম্মানে ডক্টর বিসি রায় মেমোরিয়াল লাইব্রেরিও প্রতিষ্ঠিত হয়েছিল। ১ জুলাই তাঁর জন্মদিন ও মৃত্যুবার্ষিকী। ১৯৬২ সালের ১ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ডা. বিধানচন্দ্র রায়।

১ জুলাই দিনটিকে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয় ভারতে। ১৯৯১ সালে প্রথম বার এই দিনটি পালিত হয়। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত ডা. বিধানচন্দ্র রায়ের প্রতি সম্মান জানিয়েই এই তারিখটি বেছে নেওয়া হয়েছে। বিস্তারিত পড়ুন এখানে: ভারতে কবে থেকে পালিত হয় জাতীয় চিকিৎসক দিবস, জানুন এই দিনটির ইতিহাস ও গুরুত্ব

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version