কলেজ চত্বরে প্রাক্তনদের অবাধ প্রবেশ নিয়ে পাঁচ মাস আগেই নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশের পরও ফের কসবাকাণ্ডের অভিঘাত পড়ল দক্ষিণ কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে।
কসবায় আইন কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন ছাত্র এবং শাসক দলের দাপুটে ছাত্রনেতার নাম উঠে আসার পরে রাজ্যের কলেজ মহলে প্রাক্তনীদের ভূমিকা নিয়ে বিতর্ক তুঙ্গে। এই পরিস্থিতিতে এবার নতুন নির্দেশিকা জারি করল যোগেশচন্দ্র কলেজের ছাত্র সংসদ।
নতুন নিয়ম অনুযায়ী, কলেজের যে কোনও অনুষ্ঠানে প্রাক্তনীদের উপস্থিতি এখন থেকে কঠোরভাবে নিয়ন্ত্রিত হবে। সরস্বতীপুজো, প্রাক্তনীদের ফুটবল বা ক্রিকেট ম্যাচের মতো গুটি কয়েকটি ক্ষেত্রে শুধুমাত্র পাঁচ বছরের মধ্যে পাশ করা প্রাক্তনরা কলেজে ঢোকার অনুমতি পাবেন।
ছাত্র সংসদ জানিয়েছে, কোনও প্রাক্তনী যদি বিশেষ কৃতিত্বের নজির স্থাপন করে থাকেন, তবে পাঁচ বছরের মধ্যেই তাঁর ক্ষেত্রেও ছাড় মিলবে। অর্থাৎ, দীর্ঘদিনের প্রাক্তনীরা কোনও অনুমতি ছাড়া আর কলেজ চত্বরে ঢুকতে পারবেন না।
ছাত্র সংসদের এক প্রতিনিধি বলেন, ‘‘বর্তমান পরিস্থিতিতে কলেজ ক্যাম্পাসের সুরক্ষা এবং পরিবেশ বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য।’’
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে সরস্বতীপুজোয় বহিরাগতদের নিয়ে সংঘর্ষের পর কলকাতা হাই কোর্ট কলেজ কর্তৃপক্ষকে স্পষ্ট নির্দেশ দিয়েছিল, প্রাক্তনীদের প্রবেশ নিয়ন্ত্রণে রাখতে। সেই নির্দেশ মেনেই এর আগেও বিধিনিষেধ জারি হয়েছিল। এবার ছাত্র সংসদের নতুন পদক্ষেপে সেই নিয়ন্ত্রণ আরও জোরদার করা হল।
বিশেষজ্ঞ মহলের মতে, এই সিদ্ধান্ত বর্তমান সামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্যের অন্যান্য কলেজেও এর প্রভাব পড়তে পারে বলে ধারণা।