Home অনুষ্ঠান ৭৫তম সাধারণতন্ত্র দিবস উদযাপন, রেড রোডে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল

৭৫তম সাধারণতন্ত্র দিবস উদযাপন, রেড রোডে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল

0
রেড রোডে কুচকাওয়াজ। ছবি: রাজীব বসু

কলকাতা: শুক্রবার (২৬ জানুয়ারি, ২০২৪) স্বাধীন ভারতের ৭৫তম সাধারণতন্ত্র দিবস। দেশ জুড়ে চলল উদযাপন।

red road

প্রতিবারের মতোই কলকাতার রেড রোডে কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল এ দিন। ছবি: রাজীব বসু

রেড রোডে প্রতিবারের মতো এ বারও কুচকাওয়াজ থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: রাজীব বসু

এ দিন সকালে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী রেড রোডে আসেন। ৭৫তম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ছবি: রাজীব বসু

সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা দেখা গেল রেড রোডেও। এই বিষয়ে ট্যাবলোও সাজানো হয় রাজ্যের তরফ থেকে। সম্প্রীতির বার্তা দেওয়া হল ট্যাবলো থেকে। ট্যাবলোর সামনে লেখা ছিল ‘একতাই সম্প্রীতি’, ‘ধর্ম যার যার, উৎসব সবার’-এর মতো স্লোগান। এছাড়াও ট্যাবলোর গায়ে একাধিক ছবি। ছবি: রাজীব বসু

শুধু যে সম্প্রীতির ট্যাবলো, এমন নয়, ছিল একাধিক সরকারি প্রকল্পের ট্যাবলো। পথশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার-সমস্ত সরকারি প্রকল্পের দেখা মিলল। উপস্থিত ছিলেন লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথীর উপভোক্তারাও। ছবি: রাজীব বসু

সকাল সাড়ে ১১টা নাগাদ রেড রোডে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। এসেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। তিনিই জাতীয় পতাকা উত্তোলন করেন। ছবি: রাজীব বসু

আরও পড়ুন: কলকাতায় আরও নামল তাপমাত্রা, আজও কি বৃষ্টি হতে পারে?

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version