পুজোর ঢাকে কাঠি পড়ে গেছে। নুন বিনা যেমন রান্না আলুনি তেমনই থিমমেকার ছাড়া কলকাতার পুজো পানসে। থিমশিল্পী বিমল সামন্ত এখন শেষ মুহূর্তে তুলির টান দিতে ব্যস্ত। তাঁর এখন নাওয়াখাওয়ার সময় নেই। এবছর বালিগঞ্জ কালচারাল ও খিদিরপুর ২৫ পল্লীর পুজোর থিমের দায়িত্বে রয়েছেন শিল্পী বিমল সামন্ত। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের ৭৪তম বছরের নিবেদন, ‘আরশিনগর: নিজের ভিতর নিজেকে দেখা’। আর খিদিরপুর ২৫ পল্লীর ৮০তম দুর্গোৎসবের বিষয়ভাবনা হল আমাদের চারপাশের অবহেলিত পুরোনো হয়ে যাওয়া সবকিছুর পুনরুজ্জীবনের গল্প ‘পরিচারণ’।
বালিগঞ্জ কালচারালের পুজোর থিম প্রসঙ্গে বলতে গিয়ে বিমল সামন্ত জানান, “আমরা ঝাঁ চকচকে সমাজজীবনের জাঁকজমক, জৌলুস, বিলাসিতার মধ্যে দিয়ে চলতে চলতে কখন যেন নিজের সঙ্গে নিজেই চলতে ভুলে গেছি। নিজেকে দেখছি আয়নায় অহরহ। কিন্তু সেই দেখার মধ্যে ফাঁক রয়ে যাচ্ছে। কারণ আমরা বেশিরভাগ সময়ই শুধুই তো বাইরের রূপ, বাহ্যিক আড়ম্বরটুকুই দেখছি। নিজের ভেতরটা আর দেখা হল কই?”

মণ্ডপসজ্জার কাজ চলছে খিদিরপুর ২৫ পল্লীতে।
খিদিরপুর ২৫ পল্লীর পুজোর থিম প্রসঙ্গে বলতে গিয়ে শিল্পী বলেন, “আমাদের চারপাশে শুধুই কাতরতা। শুধু এই চাই আর ওই চাই। ঘর চাই, খাবার চাই, জামা কাপড় চাই। যা পাচ্ছি তাতে সন্তুষ্ট নই, আরও বেশি করে চাইছি। প্রচুর টাকা চাই, সম্পদ চাই, চাই বিলাসিতা। কিন্তু কেন যে এত চাহিদা আমরা যারা চাই তারা নিজেরাই জানি না। সবকিছু যার আছে তার আরও বেশি করে চাই। আর এই চাওয়ার দৌড়ে দৌড়োতে গিয়ে নষ্ট করছি আমাদের সবথেকে মূল্যবান সম্পদ ‘সম্পর্ক’। নষ্ট করছি বন্ধন। হেলায় হারাচ্ছি ভালোবাসা, যত্ন – সবকিছুই। অনেক ভালো থাকা যায় সামান্য কিছু ব্যবস্থায়, যদি সম্পর্ক অটুট থাকে। ভালোবাসার বন্ধনে সবকিছুই পাওয়া যায় খুবই অল্প কিছু প্রয়োজনের মধ্যে দিয়ে, অথচ আমরা আরও ভালো থাকার লোভে হাতছাড়া করি সুহৃদ স্বজন-বান্ধব, সুযোগ এবং অবশ্যই সেই সম্পর্কগুলো যেগুলো আপেক্ষিকভাবে পুরোনো মনে হয়। আরো কিছু পাওয়ার লোভে নতুন বন্ধু, নতুন নতুন সম্পর্কের জালে জড়িয়ে পড়ি। অযত্নে পড়ে থাকে পুরোনো সম্পর্ক। এসবই রূপক উপস্থাপনার মাধ্যমে তুলে ধরছি। থিমের ভাবনা, পরিকল্পনা ও নির্মাণের দায়িত্বে রয়েছি আমি আর আলোর দায়িত্বে রয়েছেন পিনাকী গুহ।
কোথায় মণ্ডপদুটি
দক্ষিণ কলকাতায় গড়িয়াহাট মোড় থেকে রাসবিহারী অ্যাভেনিউয়ের দিকে গেলে ট্রাঙ্গুলার পার্ক পেরিয়ে লেক ভিউ রোডের মোড়ে পৌঁছে বাঁদিকে গে;এই বালিগঞ্জ কালচারালের পূজামণ্ডপ। আর মোমিনপুর মোড় থেকে ডায়মন্ড হারবার রোড ধরে গেলে খিদিরপুর রোডের মোড়ের একটু আগে বাঁদিকে ২৫ পল্লীর পূজামণ্ডপ।