Home বিজ্ঞান ভারতের প্রথম এআই ল্যাবরেটরিকে মহাকাশে পাঠাবে ইসরো

ভারতের প্রথম এআই ল্যাবরেটরিকে মহাকাশে পাঠাবে ইসরো

0

৪ ডিসেম্বর মহাকাশ গবেষণার ক্ষেত্রে নতুন উচ্চতা ছুঁতে চলেছে ভারত। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো ৪ ডিসেম্বর পিএসএলভি রকেটে বা পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকলে চাপিয়ে প্রোবা-৩ মহাকাশযানকে মহাকাশে পাঠাবে। তবে এটিই একমাত্র মহাকাশযান নয় যে যেটা উৎক্ষেপণ করা হবে। ৪ ডিসেম্বর পিএসএলভি রকেটে চাপিয়ে মহাকাশে পাঠানো হবে ভারতের প্রথম এআই ল্যাবরেটরি My Orbital Infrastructure-Technology Demonstrator (MOI-TD)।

মহাকাশে দেশের প্রথম এআই ল্যাবরেটরি তৈরি করেছে হায়দরাবাদের স্পেস টেকনোলজি সংস্থা TakeMe2Space (টেকমি২স্পেস)। মহাকাশের কক্ষপথে রিয়েল টাইম ডেটা প্রসেসিং করাই এই মহাকাশ অভিযানের আসল উদ্দেশ্য। আহমেদাবাদস্থিত সরকারি সংস্থা IN-SPACe Technical Centre (ইন-স্পেস টেকনিক্যাল সেন্টার) আর হায়দরাবাদের স্পেস টেকনোলজি সংস্থা টেকমি২স্পেসের যৌথ উদ্যোগে MOI-TD প্লাটফর্ম তৈরি হয়েছে।

কৃত্রিম উপগ্রহ থেকে পৃথিবীতে ডেটা এসে পৌঁছনোয় অনেক সময়ই সমস্যা দেখা যায়। মেঘের আস্তরণের মতো বিভিন্ন কারণে ৪০% স্যাটেলাইট থেকে আসা ডেটা ব্যবহার করা যায় না। প্রসেসিং করতে অনেক সময় লেগে যায়। কিন্তু MOI-TD প্লাটফর্মের আসল উদ্দেশ্য হল মহাকাশেই ডেটা প্রসেসিং প্রক্রিয়া সেরে ফেলা। তাতে খরচ ও সময়, দুই-ই বাঁচবে। ওয়েবভিত্তিক Console OrbitLab-এর সাহায্যে কৃত্রিম উপগ্রহর সঙ্গে সংযোগ রাখা যাবে। এআই মডেল আপলোড করবে ওয়েবভিত্তিক Console OrbitLab-ই।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version