Home বিজ্ঞান ব্রাজিলে বিরল ঘটনা! সাও পাওলো অ্যাকুয়ারিয়ামে প্রথমবার জন্মাল মেরুভালুকের শাবক

ব্রাজিলে বিরল ঘটনা! সাও পাওলো অ্যাকুয়ারিয়ামে প্রথমবার জন্মাল মেরুভালুকের শাবক

এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকল লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের সাও পাওলোর অ্যাকুয়ারিয়াম। লাতিন আমেরিকায় প্রথম বার কোনো অ্যাকুয়ারিয়ামের মনে জন্মাল মেরুভালুকের শাবক। গত ১৭ নভেম্বর সাও পাওলোর অ্যাকুয়ারিয়ামে জন্ম হয়েছে নুর নামে একটি মেরুভালুকের শাবকের। আপাতত মা মেরুভালুকের সঙ্গে গুহার মধ্যে ১০২ দিন আইসোলেশন পিরিয়ড কাটিয়ে সেটি আপাতত প্রকাশ্যে এসেছে।

সাও পাওলোর অ্যাকুয়ারিয়ামে আগত দর্শকরা এখন নুর নামের ওই মেরুভালুকের শাবককে নির্দিষ্ট এনক্লোজারে দেখতে পাবে।

অ্যাকুয়ারিয়ামের চিফ ভেটেরিনারিয়ান লরা রেইজফিল্ড জানান, গোটা বিশ্বে অ্যাকাউরিয়ামের মধ্যে কৃত্রিম উপায় মেরুভালুকের প্রজনন ঘটানো খুব কঠিন। এটা বলতে পেরে খুব গর্ব হচ্ছে যে লাতিন আমেরিকায় প্রথম বার কোনো মেরুভালুকের শাবক জন্মাল সাও পাওলোর অ্যাকুয়ারিয়ামে।

মেরুভালুক থাকে প্রবল ঠান্ডার মধ্যে বরফের রাজ্যে। ব্রাজিল ট্রপিকাল বা ক্রান্তীয় আবহাওয়ার দেশ। গরমের মধ্যে মেরুভালুকের শাবক যাতে ভালো ভাবে জন্মায় তার জন্য সাও পাওলোর অ্যাকুয়ারিয়াম বিশেষ যত্ন নিয়েছিল। এনক্লোজারের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হত।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version