Home বিজ্ঞান ফের পৃথিবীর দিকে ধেয়ে আসছে প্রকাণ্ড সৌরঝড়

ফের পৃথিবীর দিকে ধেয়ে আসছে প্রকাণ্ড সৌরঝড়

0

খবর অনলাইনডেস্ক: গত মে মাসের পর আবার এক প্রকাণ্ড সৌরঝড় ধেয়ে আসছে পৃথিবীর দিকে। এই নিয়ে সতর্কবার্তা জারি করেছেন সৌরবিজ্ঞানীরা। তাঁরা জানিয়েছেন, বিশ্ব জুড়েই এর প্রভাব পড়তে পারে। বিঘ্ন ঘটতে পারে বৈদ্যুতিন যোগাযোগ ব্যবস্থায়।

আচমকা সূর্যের বুকে বিস্ফোরণ এবং তার পরে আয়নিত কণার স্রোত, প্রবল শক্তি-সহ ছড়িয়ে পড়ে সৌরসংসারে। এই হল সৌরঝড়। এর জেরে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়ে। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর বিশেষজ্ঞেরা জানিয়েছেন, এ দেশের কৃত্রিম উপগ্রহগুলির নিয়ন্ত্রকদের সতর্ক থাকতে বলা হয়েছে। আগামী কয়েকটা দিন গুরুত্বপূর্ণ, কারণ দিনকয়েকের মধ্যে আছড়ে পড়বে ঝড়।

‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজ়িক্স’-এর ডিরেক্টর অন্নপূর্ণি সুব্রহ্মণ্যন বলেন, ‘‘মে মাসে একটা সৌরঝড় হয়েছিল। কয়েক দিন আগে সৌরশিখার যে তীব্রতা দেখা গিয়েছে, তা শক্তিতে গত বারের ওই সৌরঝড়ের সমতূল্য।’’ তিনি আরও বলেন, ‘‘আমাদের আশঙ্কা, ম্যাগনেটোস্ফিয়ারে এর প্রভাব পড়বে। আমরা অপেক্ষা করে দেখতে চাই। সূর্য থেকে পৃথিবীতে ওই সৌরঝড় পৌঁছোতে কয়েক দিন সময় লাগবে। যদি কিছু করতে হয়, সেটা আজ বা কাল রাতে বোঝা যাবে।’’ কিন্তু পৃথিবীবাসীর জীবনে কি এর প্রভাব পড়বে? সুব্রহ্মণ্যনের কথায়, ‘‘কিছু হতে পারে। আবার কিছু না-ও হতে পারে। অপেক্ষা করা ছাড়া উপায় নেই।’’

মে মাসে যে সৌরঝড়টি হয়েছিল, সেটি বেশ শক্তিশালী ছিল। এর জেরে পৃথিবীর উত্তর গোলার্ধের আকাশ জুড়ে অরোরা তৈরি হয়। পৃথিবীর চৌম্বক ক্ষেত্রেও প্রভাব ফেলে ঝড়টি। কোথাও কোথাও রেডিও ও বিদ্যুৎ বিপর্যয় ঘটে। তবে তাতে বড়োসড়ো ক্ষতি কিছু হয়নি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version