আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ২ মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে রেখে শনিবার খালি হাতেই পৃথিবীতে ফিরল মহাকাশযান বোয়িংয়ের স্টারলাইনার ক্যাপসুল। আপাতত ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রেই থাকতে হবে সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে। তারপর তাঁদের দু’জনকে স্পেসএক্সের মহাকাশযান পৃথিবীতে ফিরিয়ে আনবে।
আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার তরফে মহাকাশযানের পৃথিবীতে অবতরণের ভিডিও সরাসরি সম্প্রচার করা হয়। আমেরিকার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ডস স্পেস হারবারে অবতরণ করে স্টারলাইনার।
The uncrewed @BoeingSpace #Starliner spacecraft landed at New Mexico's White Sands Space Harbor at 12:01am ET on Saturday Sept. 7. pic.twitter.com/qi0kWhiSHj
— NASA's Johnson Space Center (@NASA_Johnson) September 7, 2024
নাসার বিজ্ঞানীরা জানান, অবতরণের সময় পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার সময় স্টারলাইনার মহাকাশযানের হিটশিল্ড খুলে রাখা হয়। এরপর খোলা হয় প্যারাশ্যুট। ধীরে সুস্থে ৬ ঘণ্টা ধরে চলে অবতরণ প্রক্রিয়া।
৫ জুন সুনীতাদের নিয়ে মহাকাশে পাড়ি দেয় স্টারলাইনার। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে থাকাকালীন যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে স্টারলাইনারে। তাই নাসা সিদ্ধান্ত নেয় স্টারলাইনারে করে সুনীতা ও বুচকে ফিরিয়ে আনা হবে না। খালি ফেরানো হবে স্টারলাইনার।