Home বিজ্ঞান নয় মাস পর পৃথিবীর পথে সুনীতা উইলিয়ামস, ফিরিয়ে আনছে স্পেসএক্সের ড্রাগন

নয় মাস পর পৃথিবীর পথে সুনীতা উইলিয়ামস, ফিরিয়ে আনছে স্পেসএক্সের ড্রাগন

নয় মাস মহাকাশে আটকে থাকার পর পৃথিবীর পথে ফিরছেন মার্কিন নভোচারী সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (ISS) থেকে স্পেসএক্সের ড্রাগন মহাকাশযানে চড়ে তাঁরা যাত্রা শুরু করেন। নাসা জানিয়েছে, ভারতীয় সময় সকাল ১০:৩৫ মিনিটে ক্রু-৯ মিশন আনডক করে, এবং ১৭ ঘণ্টার সফর শেষে বুধবার ভোর ৩:২৭ মিনিট নাগাদ ফ্লোরিডার উপকূলে সমুদ্রে অবতরণ করবে মহাকাশযানটি।

কীভাবে আটকে পড়লেন দুই নভোচারী?

২০২৪ সালের ৫ জুন বোয়িং স্টারলাইনার ক্যাপসুলে চড়ে ISS-এ পৌঁছেছিলেন উইলিয়ামস এবং উইলমোর। পরিকল্পনা ছিল মাত্র আট দিনের মিশনের। কিন্তু স্টারলাইনার ক্যাপসুলের প্রপালশন সিস্টেমে সমস্যা ধরা পড়ায় সেটিকে অনিরাপদ ঘোষণা করা হয় এবং সেপ্টেম্বরে সেটি জনমানবহীন অবস্থায় পৃথিবীতে ফেরত পাঠানো হয়। ফলে দুই নভোচারী মহাকাশেই আটকে পড়েন।

ট্রাম্পের অভিযোগ, স্পেসএক্সের উদ্ধার অভিযান

এই ঘটনার পর তাঁদের উদ্ধারে দীর্ঘ দেরি হওয়ায় মার্কিন রাজনীতিতে বিতর্ক শুরু হয়। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, বাইডেন প্রশাসন তাঁদের ফেলে রেখেছে। এরপর নাসা দ্রুত পদক্ষেপ নেয় এবং স্পেসএক্সের ক্রু-৯ মিশনের মাধ্যমে তাঁদের ফিরিয়ে আনার পরিকল্পনা হয়।

২০২৪ সালের সেপ্টেম্বরেই একটি ড্রাগন ক্যাপসুল মহাকাশে পাঠানো হয়, যেখানে দুই নভোচারীর জায়গা খালি রাখা হয়েছিল। অবশেষে এই উদ্ধার অভিযান সফল হয়েছে।

ফিরে আসছেন চার নভোচারী

এই ক্যাপসুলে উইলিয়ামস এবং উইলমোর ছাড়াও রয়েছেন নাসার নিক হেগ এবং রাশিয়ার নভোচারী আলেকজান্ডার গরবুনভ। যাত্রার আগে নিক হেগ বলেন, “আমরা পৃথিবীতে ফিরছি, কিন্তু যারা এখানে থাকছেন, তাঁদের জন্য অপেক্ষা করব।”

মহাকাশে দীর্ঘ সময় থাকা কি ক্ষতিকর?

নভোচারীরা দীর্ঘ সময় মহাকাশে থাকলে তাঁদের স্বাস্থ্যে নানা প্রভাব পড়ে। বিশেষজ্ঞদের মতে, ওজনহীন পরিবেশে এতদিন কাটানোর ফলে তাঁদের হাড় ও পেশির ঘনত্ব কমে যেতে পারে, দেহের তরল সরণ হয়, এমনকি মানসিক চাপও বৃদ্ধি পায়। মনোবিজ্ঞানীরা বলছেন, “উইলিয়ামস ও উইলমোরের সহনশীলতা সত্যিই অসাধারণ।”

মহাকাশে দীর্ঘতম থাকার রেকর্ড

এই নয় মাসের মিশন আমেরিকার ইতিহাসে ষষ্ঠ দীর্ঘতম নভোচারী বাসের রেকর্ড গড়ল। এর আগে ২০২৩ সালে নাসার ফ্র্যাঙ্ক রুবিও ৩৭১ দিন মহাকাশে কাটান। বিশ্ব রেকর্ড রয়েছে রাশিয়ার ভ্যালেরি পলিয়াকভের, যিনি ৪৩৭ দিন মহাকাশে কাটিয়েছিলেন।

আগামী ১৭ ঘণ্টা সবার নজর থাকবে ড্রাগন ক্যাপসুলের সফল অবতরণের দিকে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version