Home কেনাকাটা ৯০০ টাকার মধ্যে এই ৮ টি ব্র্যান্ড থেকে কিনতে পারেন সরস্বতী পুজোর...

৯০০ টাকার মধ্যে এই ৮ টি ব্র্যান্ড থেকে কিনতে পারেন সরস্বতী পুজোর শাড়ি

0

বসন্তপঞ্চমী বা সরস্বতী পুজো বাঙালির জীবনের বিশেষ উৎসব। শীতকালের পর বসন্ত আসে৷ বসন্তের শুরুতেই প্রথম যে উত্‍সব পালিত হয়, তা হল সরস্বতী পুজো।

সরস্বতী পুজোয় সকালে অঞ্জলি দেওয়া থেকে মনের মানুষের হাত ধরে হলুদ শাড়ি পড়ে ঘুরতে যাওয়া। বিভিন্ন রকমের প্ল্যান থাকে এই দিনটিতে।

কিন্তু ঠিক কীভাবে সাজবেন সরস্বতী পুজোর দিন, এখনও ঠিক করে উঠতে পারেননি? 

বরং জেনে নিন কী ধরনের হলুদ শাড়ি বেছে নেবেন ওই দিনটিতে।

১। সিদ্ধিদাতা উইমেন্স কোটা কটন শাড়ি-

কটন সিল্কের এই শাড়িটি ট্র্যাডিশনাল স্টাইলের।

দাম- ২৮১ টাকা।

২। নিতান্ত ফ্যাব নেট শাড়ি-

এই শাড়িটি নেট মেটিরিয়ালের। শাড়ির সঙ্গে ব্লাউজ পিস পেয়ে যাবেন।

দাম- ৫৯৯ টাকা।

৩। শাড়ি মল উইমেন্স জামদানি শাড়ি-

সিফন এই শাড়িটি জামদানি স্টাইলের। শাড়িটি ধোয়ার সময়ে ড্রাই ক্লিন ও মেশিন ওয়াশ করতে হবে।

দাম- ৫৫৯ টাকা।

৪। ঐশ্বর্য শাড়িস-

নরম এই ঢাকাই শাড়িটি রেশমের। ঢাকাই জামদানি এই শাড়িটি শুধু হাতে ধোয়া যাবে।

দাম- ৮৪৯ টাকা।

৫। রেড শাড়ি হ্যান্ডলুম শাড়ি-

এই শাড়িটি কটন সিল্কের। শাড়িটি পরিষ্কার করার সময়ে হাতে ধুয়ে নিতে হবে।

দাম- ৯০৯ টাকা।

৬। সেরোনা ফেব্রিক্স উইমেন্স আসাম কটন সিল্ক শাড়ি –

আসাম আসাম কটন সিল্ক শাড়িটির মধ্যে জরি বর্ডার রয়েছে। টেম্পেল কন্ট্রাস্ট বর্ডার রয়েছে শাড়িটির মধ্যে।

দাম- ৮৯৯ টাকা।

৭। মাধব ফ্যাশন উইমেন্স শাড়ি-

এই শাড়িটি যে কোনও অনুষ্ঠানেই পড়া যাবে। ধোয়ার সময়ে শাড়িটি ওয়াশিং মেশিনে ধুতে হবে।

দাম- ৮১৭ টাকা।

৮। ইউএসকে উইমেন্স খাদি কটন বেগমপুরি  শাড়ি-

এই শাড়িটিতে পুরো ১০০ শতাংশ খাদি কটন রয়েছে। শাড়িটি ধোয়ার সময়ে শুধু ড্রাই ওয়াশ করতে হবে।

দাম- ৮১৯ টাকা।

কেনাকাটা করতে ভালো লাগলে দেখুন খবর অনলাইন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version