Home কেনাকাটা ৪০০ টাকার মধ্যে সানগ্লাস কিনবেন? এই ৮ টি ব্র্যান্ড থেকে পছন্দ করতে...

৪০০ টাকার মধ্যে সানগ্লাস কিনবেন? এই ৮ টি ব্র্যান্ড থেকে পছন্দ করতে পারেন

চোখের পাশাপাশি চারপাশের ত্বক রোদে পুড়ে যাওয়া এর থেকে রক্ষা করতে রোদচশমা বা সানগ্লাস ব্যবহার জরুরি৷ প্রখর রোদে সানগ্লাস চোখকে আরাম প্রদান করে থাকে৷ তবে সকল ধরনের রোদচশমা আরাম না দিয়ে ক্ষতিও করতে থাকতে পারে৷ যেমন বাঁকা গ্লাস অথবা ফ্রেম শক্ত হলে চোখের জন্য ব্যথা হওয়ার কারন হতে পারে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে৷

১। আইম্যান আই ইউ ভি প্রোটেক্টেড সানগ্লাস-

এই সানগ্লাসটি খুব হালকা ওজনের। এই সানগ্লাসটিতে ১০০ শতাংশ ইউ ভি ফোর হান্ড্রেড প্রোটেকশান পাবেন।

দাম- ২৪৯ টাকা।

২। ইজান মার্ট উইমেন্স সানগ্লাস-

এই সানগ্লাসটি ইউনিসেক্স। সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচতে এই সানগ্লাসটি ব্যবহার করতে পারেন।

দাম- ১৬০ টাকা।

৩। ডারভিন ইউনিসেক্স সানগ্লাসেস-

খুব হালকা ওজনের এই সানগ্লাসটি ছেলে ও মেয়েরা ব্যবহার করতে পারেন।

দাম- ২৭৯ টাকা।

৪। হেডেন হ্যাজিয়া সানগ্লাসেস-

এই সানগ্লাসটি ডায়মন্ড শেপের সানগ্লাস। এই সানগ্লাসটিতে ইউ ভি ফোর হান্ড্রেড প্রোটেকশান পাবেন।

দাম- ২৯৫ টাকা।

৫। এলিগেনেট ক্যাট আই সানগ্লাস-

ব্ল্যাক ফ্রেমের এই সানগ্লাসটি খুব ভালো কোয়ালিটির। এছাড়া সানগ্লাসটিতে ইউ ভি ফোর হান্ড্রেড প্রোটেকশান পাবেন।

দাম- ৩৯৯ টাকা।

৬। গাইয়াটপ ইউনিসেক্স সানগ্লাস-

এই সানগ্লাসটির লেন্স এইচ ডি কোয়ালিটির।

দাম- ২৯৯ টাকা।

৭। পিরাজো ইউ ভি প্রোটেকশান সানগ্লাস-

এই সানগ্লাসটিতে ১০০ শতাংশ ইউ ভি প্রোটেকশান পাবেন।

দাম- ৩৪৯ টাকা।

৮। ক্রিয়েচার ম্যাট ফিনিশ সানগ্লাসেস-

এই সানগ্লাসটি মিডিয়াম সাইজের। ম্যাট ফিনিশের এই সানগ্লাসটি খুব হালকা ওজনের।

দাম- ২৮৯ টাকা

কেনাকাটা সংক্রান্ত খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version