Home কেনাকাটা বিক্রিত পণ্য দ্রুত ক্রেতার কাছে পৌঁছে দিতে কুইক কমার্স পরিষেবা চালু করার...

বিক্রিত পণ্য দ্রুত ক্রেতার কাছে পৌঁছে দিতে কুইক কমার্স পরিষেবা চালু করার পরিকল্পনা অ্যামাজনের

0

এখন প্রবীণ থেকে নবীন, নানান বয়সের মানুষই অনলাইন শপিংয়ে অভ্যস্ত। দিনকেদিন অনলাইন শপিং আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছে। একটি বড়ো অংশের মানুষ তাদের পছন্দমতো পণ্য কেনার ক্ষেত্রে অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলিকে বিশেষভাবে বেঁচে নিচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিস হোক কিংবা ওষুধপত্র, পছন্দের গ্যাজেট হোক কিংবা পোশাকআশাক, জুতো, গয়না এমনকি হোম অ্যাপ্লায়েন্স, সবই অনলাইনে কেনা সম্ভব হয়ে উঠছে।

হাতে সময় যত কমে যাচ্ছে ততই ধারাবাহিকভাবে বাড়ছে অনলাইন শপিংয়ের চাহিদা। সেই বিষয়টির উপর লক্ষ্য রেখেই পরিষেবা উন্নত করে তোলার উপর বিশেষভাবে জোর দিচ্ছে ই-কমার্স সংস্থাগুলি। এবার গ্রাহকদের জন্য খুব শিগগিরিই একটি নয়া পরিষেবা চালু করতে চলেছে অ্যামাজন। জনপ্রিয় ই-কমার্স সংস্থা ভারতে কুইক কমার্স পরিষেবা চালু করার প্রস্তুতি নিচ্ছে। ২০২৫ সালেই সংস্থাটি এই পরিষেবা চালু করার পরিকল্পনা করেছে।

কুইক কমার্স হল এক ধরনের বিশেষ ই-কমার্স পরিষেবা যেখানে গ্রাহকদের কাছে খুব দ্রুত পণ্য সরবরাহ করা হয়। সাধারণত অর্ডার করার এক ঘন্টার মধ্যেই গ্রাহকদের কাছে পণ্য ডেলিভারি করে দেওয়া হয়ে থাকে। এটি একটি অত্যাধুনিক পরিষেবা যেটির লক্ষ্য গ্রাহকদের সুপারফাস্ট ডেলিভারির পরিষেবা প্রদান করা।

ভারতের বাজারে অ্যামাজনের প্রতিদ্বন্দ্বী সংস্থা ফ্লিপকার্ট এরই মধ্যে ‘মিনিটস’ নামক কুইক কমার্স পরিষেবা চালু করেছে। তাই ফ্লিপকার্টকে টেক্কা দিতেই খ্যাতনামা মার্কিন ই-কমার্স সংস্থা অ্যামাজনও এবার ভারতে দ্রুত এই কুইক কমার্স পরিষেবা চালু করার পরিকল্পনা করেছে।

আরও পড়ুন

নগদহীন ডিজিটাল পেমেন্ট বাড়াচ্ছে বেশি বেশি কেনাকাটার প্রবণতা, চাঞ্চল্যকর তথ্য সমীক্ষায়

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version