খুব শিগগিরই আগামী বছরের গোড়াতেই ভারতের বাজারে আসছে স্ন্যাপড্রাগন 8 Elite চালিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 13।
ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপ ফোনটি ভারতে মিডনাইট ওশান, ব্ল্যাক এক্লিপস এবং আর্কটিক ডন, মিডনাইট ওশান নামক রঙে পাওয়া যাবে। ফোনের পেছনে মাইক্রো ফাইবার ভেগান লেদার ফিনিশ থাকবে, যা ফোনকে স্ক্র্যাচ থেকে রক্ষা করবে। এর পাশাপাশি ধুলোবালি ও জল থেকে সুরক্ষার জন্য এই স্মার্টফোনে IP68 ও IP69 রেটিং থাকবে।
OnePlus 13 ফোনে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 6000mAh ব্যাটারি থাকবে। পাশাপাশি, এতে থাকবে হ্যাসেলব্ল্যাডের 50MP প্রাইমারি সেন্সর-সহ ট্রিপল ক্যামেরা সেটআপ। এ ছাড়াও ফোনে 6.82-ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে থাকবে। ওয়ানপ্লাস 13-এর ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে পাবেন অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) সহ 50MP প্রাইমারি সেন্সর, 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ওআইএস সহ 50MP টেলিফোটো লেন্স। টেলিফটো ক্যামেরায় 3x অপটিক্যাল জুম সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা থাকবে।