Home কেনাকাটা হিরোর সঙ্গে জোট বেঁধে মোটরবাইক আনল থাম্পস আপ

হিরোর সঙ্গে জোট বেঁধে মোটরবাইক আনল থাম্পস আপ

0

তাদের পণ্যের ট্যাগলাইনেই আছে তুফানি টেস্ট। এবার দুচাকার বাজারেও তুফান তোলার পরিকল্পনা করেছে থাম্পস আপ (Thumps Up)।

ভারতের বাজারে নতুন মডেলের মোটরবাইক আনার জন্য টু হুইলার প্রস্তুতকারক সংস্থা হিরো মোটোকর্প-এর (Hero MotoCorp) সঙ্গে জোট বেঁধেছে কোকাকোলার অধীনস্থ জনপ্রিয় ঠান্ডা পানীয় প্রস্তুতকারী সংস্থা থাম্পস আপ (Thumps Up)। হিরো মোটোকর্প ভারতে বিক্রি হওয়া তাদের সবথেকে পাওয়ারফুল মোটরবাইক ম্যাভরিক ৪৪০-এর (Mavrick 440) একটি বিশেষ সংস্করণ মডেল বাজারে আনল। এই সীমিত সংস্করণটিকে ম্যাভরিক ৪৪০ থান্ডারহুইলস (Mavrick 440 Thunder Wheels) নাম দিয়েছে হিরো মোটোকর্প। এটি কোকাকোলার অধীনস্থ জনপ্রিয় ঠান্ডা পানীয় প্রস্তুতকারী সংস্থা থাম্পস আপ-এর সঙ্গে হাত মিলিয়ে আনা হয়েছে। স্রেফ থাম্পস আপ কিনেই বাইকটি জেতার সুযোগ পাবেন ক্রেতারা।

অভিনব উপায় এর বিক্রি শুরু হয়েছে। কীভাবে হচ্ছে বিক্রি? জানা গেছে, অন্যান্য বাইকের মতো হিরো ম্যাভরিক ৪৪০ থান্ডারহুইলস শোরুমে গেলে মিলবে না। কারণ এই লিমিটেড এডিশন বাইকের বিক্রি অন্য পদ্ধতিতে হচ্ছে। থামস আপ একটি চার্জড প্রোমো প্যাক লঞ্চ করেছে। যার লেবেলের পিছনে ইউনিক কিউআর কোড দেওয়া আছে। এটি স্ক্যান করে মোবাইল ফোন নম্বরে আসা কোড দিয়ে প্রতিযোগিতায় যোগ দিতে হবে। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা চালু থাকবে।

হিরো ম্যাভরিক ৪৪০ থান্ডারহুইলস এডিশন মোটরবাইক থাম্পস আপের ডার্ক ব্লু ও লাল রঙে মিলবে। ট্যাঙ্ক এক্সটেনশন প্যানেলের ওপর বিশেষ ‘থান্ডারহুইলস’ লোগো স্টিকার থাকবে। বাইকে বার-এন্ড মিরর এবং পিলিয়ন ব্যাক রেস্ট থাকবে। হিরো ম্যাভরিক ৪৪০ থান্ডারহুইলস এডিশনে ম্যাভরিক ৪৪০ স্ট্যান্ডার্ড মডেলের মতো ৪৪০ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার/অয়েল কুল্ড ইঞ্জিন রয়েছে। মোটরসাইকেলটির দাম বর্তমানে ১.৯৯ থেকে ২.২৪ লাখ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত।

Advertisements
Claim Your Gift Card Now
বিজ্ঞাপন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version