Home কেনাকাটা ৮০০ টাকার মধ্যে  এই ৮ টি ব্র্যান্ড থেকে কিনতে পারেন ঘর সাজানোর...

৮০০ টাকার মধ্যে  এই ৮ টি ব্র্যান্ড থেকে কিনতে পারেন ঘর সাজানোর সামগ্রী  

ঘর সাজাতে ফার্নিচার বা আসবাবত্রের বিকল্প নেই। তার মানে এই নয় ঘরে ঠাসা থাকবে আসবাবপত্র। এমন ঘর দেখতে সবসময় ভালো না।

ঘর সাজাতে ফার্নিচার বা আসবাবত্রের বিকল্প নেই। তার মানে এই নয় ঘরে ঠাসা থাকবে আসবাবপত্র। এমন ঘর দেখতে সবসময় ভালো না।

ঘর সাজানোর সময় যতটা সম্ভব ফাঁকা রাখুন। অর্থাৎ কম আসবাবপত্রেই ছিমছামভাবে সাজিয়ে তুলুন স্বপ্নের ঘরটিকে।

১। ডিমে স্টোর ওয়াল শেল্ফ-

মাল্টিপারপাশ এই শেল্ফ বেডরুমের ওয়ালে  লাগানো যায়। 

দাম- ৪৩৬ টাকা।

২। টায়েড রিবন্স টি-লাইট ক্যান্ডেল হোল্ডার-

মাল্টিকালার টায়েড রিবন্স এটি আয়রন মেটিরিয়ালের।

দাম- ৩৯৯ টাকা।

৩। অপ্টিমা ট্রেডার্স মানি প্ল্যান্ট-

গ্রিন কালারের এই মানি প্ল্যান্টটি প্লাস্টিকের।

দাম- ৩৪২ টাকা।

৪। এস এফ সেট ওয়াল পেন্টিং-

ঘরের ভেতরে এই ওয়াল পেন্টিং লাগানো যাবে।

দাম- ১৩৯ টাকা।

৫। নুটকেস ডিজাইনার টিক উড রিমোট স্ট্যান্ড-

নুটকেস ব্র্যান্ডের উড রিমোট স্ট্যান্ডটি ব্রাউন কালারের।

দাম- ৭৯৯ টাকা।

৬। ওয়াল ওয়ানডেরস বাটারফ্লাই সিলভার মিরর-

হেক্সাগোনাল শেপের এই গ্লাসটি বাড়ির লিভিং রুমে, প্লে রুম, কিচেন, বেডরুম যাবতীয় স্থানে লাগানো যাবে।

দাম- ২৬০ টাকা।

৭। ছারিয়া ক্র্যাফটস ডাক মেটাল শোপিস-

ছারিয়া ক্র্যাফটসের অ্যান্টিক স্টাইলের মেটাল শোপিসটি গোল্ড কালারের।

দাম- ২৫৫ টাকা।

৮। শেওনাম অ্যাডহেসিভ হুক্স-

ট্রান্সপারেন্ট কালারের এই অ্যাডহেসিভ হুক্সটি ফ্লাওয়ার হুক স্টাইলের।

দাম- ২৪৯ টাকা।

আরও পড়ুন: ৯০০ টাকার মধ্যে এই ৮ টি ব্র্যান্ড থেকে নিতে পারেন মেন্স কো-অর্ড সেট

Advertisements
Claim Your Gift Card Now
বিজ্ঞাপন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version