চিত্রসাংবাদিক ও ছবি তুলতে ভালোবাসেন যাঁরা তাঁদের জন্য সুখবর। প্রখ্যাত জাপানি ক্যামেরা প্রস্তুতকারক সংস্থা নিকন অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত Nikon Z6III নামের নয়া মডেলের ক্যামেরা আনল ভারতের বাজারে।
Nikon Z6III ক্যামেরায় আছে ২৫.৪ মেগাপিক্সেল সেন্সর। এই প্রথমবার এই অত্যাধুনিক সেন্সর প্রযুক্তি কোনো মিররলেস বা কাচ ছাড়া ক্যামেরায় ব্যবহার করা হল। নয়া মডেলের ক্যামেরায় আছে আরও একটি সিএমওএস সেন্সর। এ ছাড়াও বিয়ে ও জঙ্গলের ছবি ভালোভাবে তোলার জন্য আছে ৫.৭ মিলিয়ন ডট ইভিএফ।
এ ছাড়াও এই ক্যামেরায় আছে ইনবিল্ট N-Log, N-RAW, ProRes RAW HQ features যার সাহায্যে হাই রেজিউলেশন ছবি ও ৪কে, ৬কে ভিডিও রেকর্ডিং করা যাবে। নিকনের নয়া মিররলেস ক্যামেরার শুধু বডির দামই ২,৪৭,৯৯০ টাকা। লেন্সের দাম আলাদা।
আরও পড়ুন