Home কেনাকাটা ভারতের বাজারে এল নিকনের অত্যাধুনিক সেন্সরযুক্ত ক্যামেরা

ভারতের বাজারে এল নিকনের অত্যাধুনিক সেন্সরযুক্ত ক্যামেরা

0

চিত্রসাংবাদিক ও ছবি তুলতে ভালোবাসেন যাঁরা তাঁদের জন্য সুখবর। প্রখ্যাত জাপানি ক্যামেরা প্রস্তুতকারক সংস্থা নিকন অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত Nikon Z6III নামের নয়া মডেলের ক্যামেরা আনল ভারতের বাজারে।

Nikon Z6III ক্যামেরায় আছে ২৫.৪ মেগাপিক্সেল সেন্সর। এই প্রথমবার এই অত্যাধুনিক সেন্সর প্রযুক্তি কোনো মিররলেস বা কাচ ছাড়া ক্যামেরায় ব্যবহার করা হল। নয়া মডেলের ক্যামেরায় আছে আরও একটি সিএমওএস সেন্সর। এ ছাড়াও বিয়ে ও জঙ্গলের ছবি ভালোভাবে তোলার জন্য আছে ৫.৭ মিলিয়ন ডট ইভিএফ।

এ ছাড়াও এই ক্যামেরায় আছে ইনবিল্ট N-Log, N-RAW, ProRes RAW HQ features যার সাহায্যে হাই রেজিউলেশন ছবি ও ৪কে, ৬কে ভিডিও রেকর্ডিং করা যাবে। নিকনের নয়া মিররলেস ক্যামেরার শুধু বডির দামই ২,৪৭,৯৯০ টাকা। লেন্সের দাম আলাদা।

আরও পড়ুন

অত্যাধুনিক প্রযুক্তির সাশ্রয়ী মূল্যের অ্যান্ড্রয়েড স্মার্ট লেড (Android Smart LED) টিভি আনল দেয়ু (DAEWOO)

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version